আজকাল ওয়েবডেস্ক : গৃহবধূকে উত্যক্ত ও কুপ্রস্তাব। রাজি না হওয়ায় বাড়িতে আগুন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলে। অভিযুক্ত যুবক বিকাশ মন্ডল পলাতক। ঘটনার তদন্তে স্থানীয় মানিকপুর ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী মারা যাওয়ার পর বাড়িতে তাঁর দুবছরের ছেলের সঙ্গে থাকেন। দীর্ঘদিন ধরেই ওই এলাকার যুবক তাঁকে উত্যক্ত করছিল। এমনকি রাস্তায় তাঁর কাপড় ধরেও একদিন অভিযুক্ত টানাটানি করে। স্থানীয় পুলিশকে তিনি বিষয়টি জানালেও অভিযোগ, পুলিশের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার ভাইফোঁটার দিন তিনি ছেলেকে নিয়ে বাপের বাড়ি ভাইফোঁটা দিতে যান। এরপর রাতে তাঁর বাড়িতে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার ওই গৃহবধূ জানান, তিনি পুলিশের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।