আজকাল ওয়েবডেস্ক: সাংবাদিক বৈঠক চলছিল। তার মাঝেই আচমকা রক্তে জামা ভিজল কেন্দ্রীয় মন্ত্রীর জামা। বৈঠক থামিয়ে তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে। শেষ পাওয়া খবর অনুযায়ী, শারীরিক অবস্থার বিচারে, হাসপাতালে ভর্তি করা হয়েছে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
ঠিক কী হয়েছে? সংবাদ মাধ্যম সূত্রের খবর রবিবার বিকেলে বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন এইচ ডি কুমারস্বামী। আচমকা তাঁর নাক থেকে রক্তপাত শুরু হয়। বিষয়টি বুঝতে পেরে রুমাল দিয়ে নাক চাপা দিয়েই গাড়িতে চেপে রওনা দেন বর্ষীয়ান নেতা। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
এই ঘটনায় তাঁর অনুরাগীদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা গিয়েছে। তবে ঠিক কী হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর, সঠিক জানা যায়নি এখনও। হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতির অপেক্ষা। উল্লেখ্য, বৈঠকের আগে বিজেপি-জেডিএস সিদ্ধান্ত নিয়ছে কর্ণাটকের বর্তমান কংগ্রেস সরকারের বিরুদ্ধে কেলেঙ্কারি-সহ একগুচ্ছ অভিযোগ তুলে ধরে বেঙ্গালুরু থেকে মহীশূর পর্যন্ত পদযাত্রা হবে। আগামী শনিবার, ৩ আগস্ট থেকে শুরু হবে এই যাত্রা। মহীশূর পৌঁছে, ১০ আগস্ট শেষ হবে।
ঠিক কী হয়েছে? সংবাদ মাধ্যম সূত্রের খবর রবিবার বিকেলে বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন এইচ ডি কুমারস্বামী। আচমকা তাঁর নাক থেকে রক্তপাত শুরু হয়। বিষয়টি বুঝতে পেরে রুমাল দিয়ে নাক চাপা দিয়েই গাড়িতে চেপে রওনা দেন বর্ষীয়ান নেতা। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
এই ঘটনায় তাঁর অনুরাগীদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা গিয়েছে। তবে ঠিক কী হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর, সঠিক জানা যায়নি এখনও। হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতির অপেক্ষা। উল্লেখ্য, বৈঠকের আগে বিজেপি-জেডিএস সিদ্ধান্ত নিয়ছে কর্ণাটকের বর্তমান কংগ্রেস সরকারের বিরুদ্ধে কেলেঙ্কারি-সহ একগুচ্ছ অভিযোগ তুলে ধরে বেঙ্গালুরু থেকে মহীশূর পর্যন্ত পদযাত্রা হবে। আগামী শনিবার, ৩ আগস্ট থেকে শুরু হবে এই যাত্রা। মহীশূর পৌঁছে, ১০ আগস্ট শেষ হবে।
