আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে পেয়িং গেস্টে প্রেমিকার রুমমেটের গলা কেটে খুন। নৃশংস হত্যাকাণ্ডের চারদিন পর শনিবার মধ্য প্রদেশ থেকে ঘাতক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। বেঙ্গালুরুতে নিয়ে গিয়ে শুরু হবে জিজ্ঞাসাবাদ।

২৩ জুলাই বেঙ্গালুরুর কোরমঙ্গলা এলাকার ভিআর আউটলেটের পেয়িং গেস্টে হত্যাকাণ্ডটি ঘটে। নিহত তরুণীর নাম কৃতি কুমারী (২২)। তিনি বিহারের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন। অভিযুক্ত যুবক কৃতির রুমমেটের প্রেমিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক যুবক কোনও উপার্জন করত না। যা নিয়ে প্রেমিকার সঙ্গে প্রায়শই অশান্তি হত। এই অশান্তির মধ্যে কৃতিও কখনও কখনও যুক্ত হতেন। এমনকী অশান্তি যেসময় চরম পর্যায়ে পৌঁছয়, তখন রুমমেটকে প্রেমিকের থেকে দূরত্ব তৈরির পরামর্শ দিয়েছিলেন কৃতি।

জানা গিয়েছে, কৃতির পরামর্শে দীর্ঘদিন প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখেননি ওই তরুণী। পরে অন্য একটি পেয়িং গেস্টে চলেও যান। এরপর কৃতি ও তাঁর রুমমেট দুজনেই যুবকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতো পরিকল্পনা করে কৃতিকে খুন করে যুবক।

২৩ জুলাই রাত সাড়ে ১১টা নাগাদ আচমকা পেয়িং গেস্টে তিনতলায় উঠে কৃতির দরজায় কড়া নাড়ে যুবক। দরজা খুলতেই কৃতির চুল ধরে টেনে বাইরে নিয়ে আসে। এরপর গলায়, ঘাড়ে পরপর ছুরির কোপ বসায়। কৃতির নিঃশ্বাস পড়ছে দেখে নলি কেটে পালিয়ে যায় যুবক। খুনের মুহূর্তটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। চারদিন তল্লাশির পর যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নেপথ্যে আর কী কী কারণ রয়েছে, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।