আজকাল ওয়েবডেস্ক : উত্তরাখণ্ডের তেহরি জেলায় মর্মান্তিক দুর্ঘটনা। ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল। সেই সময় ঘরের ভিতরে ছিলেন মা ও মেয়ে। দুজনেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন। পরে উদ্ধারকারী দল এসে দুজনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।


মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রশাসনকে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, তেহরি জেলায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। যে দুজন মারা গিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই এলাকায় সমস্ত মানুষদের সতর্ক থাকার অনুরোধ করছি।

জেলাশাসক, এনডিআরএফ, এসডিআরএফ সকলকেই সতর্ক থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই হাওয়া অফিসের পক্ষ থেকে এই এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিনা প্রয়োজনে কাউকে ঘর থেকে বের হতে বারণ করা হয়েছে। যেসমস্ত পর্যটকরা সেখানে রয়েছেন তাঁদেরকে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।