আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানা সহ দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। বিজেপি, কংগ্রেসের সঙ্গে ময়দানে নেমেছে বাকি রাজনৈতিক দলগুলি। তেলাঙ্গানায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২৯০ প্রার্থী। সমীক্ষা বলছে, মনোনয়ন জমা দিয়েও প্রত্যাহার করে নিয়েছেন ৬০৮ জন। বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী অফিসারের কার্যালয়ের পক্ষ থেকে এই তথ্য জানিয়েছে। গজওয়েলের ৪৪ জন এবং কামারেডি বিধানসভা কেন্দ্র থেকে ৩৯ জন প্রার্থী নির্বাচন লড়ছেন। এল বি নগর কেন্দ্র থেকে সর্বাধিক প্রার্থী একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই কেন্দ্রে নির্বাচনে প্রার্থী সংখ্যা ৪৮। বাঁশওয়াড়া এবং নারায়ণপেট কেন্দ্র থেকে ৭জন করে প্রার্থী হয়েছেন। জানা গিয়েছে, কংগ্রেস এবং অন্যান্য প্রধান দলগুলি থেকে প্রার্থী হওয়ার টিকিট না পেয়ে অনেকেই স্বাধীন, নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন। বুধবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। তাঁদের অনেকেই মনোনয়ন প্রত্যাহার করে নেন। নির্বাচন কর্মকর্তারা ২৮৯৮ জনের প্রার্থীপদ বৈধ হিসেবে ঘোষণা করেছিল। তেলেঙ্গানার ভোটার সংখ্যা এবার ৩.২৬ কোটি।
