আজকাল ওয়েবডেস্ক: বর্ষার শুরু থেকেই বৃষ্টিজনিত কারণে প্রাণহানির ঘটনা অব্যাহত। একটানা অতি ভারি বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট। শনিবার পর্যন্ত এ রাজ্যে ৬৫ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন হাজার হাজার মানুষ।

১৫ জুন গুজরাটে বর্ষা প্রবেশ করেছে। ২৭ জুলাই পর্যন্ত গুজরাটে ৬৫ জন প্রাণ হারিয়েছেন। বজ্রাঘাতে, ধসে চাপা পড়ে, জমা জলে ডুবে, উপড়ে পড়া গাছে চাপা পড়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে। আহত বহু। দেবভূমি দ্বারকা, সুরাট, রাজকোট সহ একাধিক এলাকায় বহু বাড়িতে ধস, রাস্তায় জল জমা এবং বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গিয়েছে। শুধুমাত্র চলতি সপ্তাহে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে গুজরাটে।

প্রশাসন সূত্রে খবর, জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যস্ত মোকাবিলা বাহিনী। এ পর্যন্ত সাড়ে ১৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি এখনই বদলাবে না গুজরাটে। মৌসম ভবন সূত্রে খবর, শনিবারেও গোটা রাজ্যে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।