আজকাল ওয়েবডেস্ক: শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রি-সিজনের ম্যাচে সেল্টিকের কাছে হারতে হল ম্যাঞ্চেস্টার সিটিকে। সেল্টিকের হয়ে জোড়া গোল করেন নিকোলাস কুহেন। প্রি-সিজন ফ্রেন্ডলিতে নর্থ ক্যারোলিনার কেনান মেমোরিয়াল স্টেডিয়ামে প্রথমবার সিটির অধিনায়ক হয়ে মাঠে নামেন আর্লিং হালান্ড। আগামী মাস থেকে শুরু হচ্ছে সেল্টিকের ২০২৪-২৫ মরসুম। মার্কিন সফরে প্রিমিয়ার লিগের বড় ক্লাবের মুখোমুখি হয়েছিল সেল্টিক। বেশ কিছু তরুণ প্রতিভাকে নিয়ে এদিন দল সাজিয়েছিলেন পেপ গুয়ার্দিওলা।
সেল্টিকের হয়ে এদিন অভিষেক করেন ক্যাসপার স্কেমাইকেল। প্রথমার্ধে দুর্দান্ত গোল করে সেল্টিককে এগিয়ে দেন জার্মান রাইট উইঙ্গার কুহেন। প্রথমার্ধের শেষে ৩-১ গোলে পিছিয়ে ছিল ম্যান সিটি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাক্সিমো পেরোনের গোলে ব্যবধান কমায় ইংলিশ ক্লাব। ৫৭ মিনিটে হেডে গোল করে সমতা ফেরান হালান্ড। তাতেও লাভের লাভ কিছু হয়নি। ৬৮ মিনিটে গোল করে সেল্টিককে ফের এগিয়ে দেন লুইস পালমা।
গোল করার তিন মিনিট আগেই সাবস্টিউট হিসেবে নেমেছিলেন তিনি। সুপারসাব হিসেবে নেমেই সিটির ডিফেন্স ভেঙে সেল্টিককে এগিয়ে দেন পালমা। পিছিয়ে পড়ে একাধিকবার আক্রমণে উঠে আসলেও গোল পায়নি সিটি। হালান্ড চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেননি। দু’বার হালান্ডের শট আটকে স্কেমাইখেল। আগামী সপ্তাহে আরও এক ইপিএল ক্লাব চেলসির মুখোমুখি হবে সেল্টিক।
সেল্টিকের হয়ে এদিন অভিষেক করেন ক্যাসপার স্কেমাইকেল। প্রথমার্ধে দুর্দান্ত গোল করে সেল্টিককে এগিয়ে দেন জার্মান রাইট উইঙ্গার কুহেন। প্রথমার্ধের শেষে ৩-১ গোলে পিছিয়ে ছিল ম্যান সিটি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাক্সিমো পেরোনের গোলে ব্যবধান কমায় ইংলিশ ক্লাব। ৫৭ মিনিটে হেডে গোল করে সমতা ফেরান হালান্ড। তাতেও লাভের লাভ কিছু হয়নি। ৬৮ মিনিটে গোল করে সেল্টিককে ফের এগিয়ে দেন লুইস পালমা।
গোল করার তিন মিনিট আগেই সাবস্টিউট হিসেবে নেমেছিলেন তিনি। সুপারসাব হিসেবে নেমেই সিটির ডিফেন্স ভেঙে সেল্টিককে এগিয়ে দেন পালমা। পিছিয়ে পড়ে একাধিকবার আক্রমণে উঠে আসলেও গোল পায়নি সিটি। হালান্ড চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেননি। দু’বার হালান্ডের শট আটকে স্কেমাইখেল। আগামী সপ্তাহে আরও এক ইপিএল ক্লাব চেলসির মুখোমুখি হবে সেল্টিক।
