আজকাল ওয়েবডেস্ক : নীতিশ কুমার বিহারকে বোকা বানিয়েছে। খেলনা হাতে দিয়ে আসল সত্যি গোপন করেছে। বাজেট নিয়ে কেন্দ্র ফের একবার বিহারবাসীকে বোকা বানিয়েছে। বিস্ফোক দাবি করলেন লালু প্রাসাদ যাদব।
আরজেডি চিফ আরও বলেন বিজেপির কাছে নিজেকে বিকিয়ে দিয়েছেন নীতিশ কুমার। বিশেষ রাজ্যের মর্যাদা নিয়ে যে বুলি নীতিশ বলছিলেন তার বেলুন ফুঁটো হয়ে গেছে দাবি লালুর। এদিন তিনি আরও বলেন বিশেষ রাজ্যের মর্যাদা ছাড়া বিহারের উন্নতি অসম্ভব।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বাজেটকে লালু দিশাহীন বলে আগেই জানিয়েছেন। গরিবদের জন্য এই বাজেটে কিছুই নেই বলেও দাবি লালুর। এদিন দিল্লিতে এসে লালু বলেন নিজের গদি ধরে রাখতে নীতিশ এই কাজ করেছে। তবে বিহারবাসী একে মেনে নেবে না।
আরজেডি চিফ আরও বলেন বিজেপির কাছে নিজেকে বিকিয়ে দিয়েছেন নীতিশ কুমার। বিশেষ রাজ্যের মর্যাদা নিয়ে যে বুলি নীতিশ বলছিলেন তার বেলুন ফুঁটো হয়ে গেছে দাবি লালুর। এদিন তিনি আরও বলেন বিশেষ রাজ্যের মর্যাদা ছাড়া বিহারের উন্নতি অসম্ভব।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বাজেটকে লালু দিশাহীন বলে আগেই জানিয়েছেন। গরিবদের জন্য এই বাজেটে কিছুই নেই বলেও দাবি লালুর। এদিন দিল্লিতে এসে লালু বলেন নিজের গদি ধরে রাখতে নীতিশ এই কাজ করেছে। তবে বিহারবাসী একে মেনে নেবে না।
