আজকাল ওয়েবডেস্ক: আনোয়ার আলিকে নিয়ে চলছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে মোহনবাগান সুপার জায়ান্টস ফের ফেরানোর চেষ্টা করছে ‘ঘরের ছেলে’ প্রীতম কোটালকে। দলবদলের বাজারে জল্পনা প্রীতমের সঙ্গে নাকি কথাবার্তা অনেকটাই এগিয়েছে মোহনবাগানের।
এটা ঘটনা, প্রীতম দীর্ঘদিন মোহনবাগানে খেলেছেন। এক মরশুম আগে তিনি যোগ দেন কেরল ব্লাস্টার্সে। কেন তিনি ক্লাব ছেড়েছিলেন তা স্পষ্ট নয়। তবে তৎকালীন কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে একটা সমস্যার কথা শোনা গিয়েছিল। জানা যায় প্রীতমের জায়গায় আনোয়ার আলিকে খেলাতে শুরু করেছিলেন ফেরান্দো। তা নিয়েই সমস্যা। কিন্তু এবার আনোয়ারকে নিয়েই জটিলতা দেখা দেওয়ায় মোহনবাগান চাইছে প্রীতমকে। এমনটাই খবর সূত্রে। জানা যায়, গত মরশুমে কেরলের সঙ্গে ১+১ চুক্তি করেছিলেন প্রীতম। অর্থাৎ এক বছর খেলার পর আরেক বছর চুক্তি বাড়ানোর বিকল্প রয়েছে প্রীতমের কাছে। তবে প্রিয় ক্লাবে সই করতে প্রীতমের আপত্তি থাকার কথা নয় বলেই জানা গেছে। সবচেয়ে বড় সুবিধা হল প্রীতম সেন্টার ব্যাক ও রাইট ব্যাক দুই পজিশনেই খেলতে পারেন।
এটা ঘটনা, প্রীতম দীর্ঘদিন মোহনবাগানে খেলেছেন। এক মরশুম আগে তিনি যোগ দেন কেরল ব্লাস্টার্সে। কেন তিনি ক্লাব ছেড়েছিলেন তা স্পষ্ট নয়। তবে তৎকালীন কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে একটা সমস্যার কথা শোনা গিয়েছিল। জানা যায় প্রীতমের জায়গায় আনোয়ার আলিকে খেলাতে শুরু করেছিলেন ফেরান্দো। তা নিয়েই সমস্যা। কিন্তু এবার আনোয়ারকে নিয়েই জটিলতা দেখা দেওয়ায় মোহনবাগান চাইছে প্রীতমকে। এমনটাই খবর সূত্রে। জানা যায়, গত মরশুমে কেরলের সঙ্গে ১+১ চুক্তি করেছিলেন প্রীতম। অর্থাৎ এক বছর খেলার পর আরেক বছর চুক্তি বাড়ানোর বিকল্প রয়েছে প্রীতমের কাছে। তবে প্রিয় ক্লাবে সই করতে প্রীতমের আপত্তি থাকার কথা নয় বলেই জানা গেছে। সবচেয়ে বড় সুবিধা হল প্রীতম সেন্টার ব্যাক ও রাইট ব্যাক দুই পজিশনেই খেলতে পারেন।
