নিজস্ব সংবাদদাতা : শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী। নিজের অসুস্থতার খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। এমনকী জানিয়েছেন এখন কেমন আছেন। 

বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে তাঁকে ভর্তি করিয়েছেন বাবা মা। শনিবার অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। অস্ত্রোপচারের পরে হাসপাতালের বেড থেকেই নিজের ছবি দিয়ে অনিন্দিতা লিখেছেন, "হার্টের একটি ধমনীর রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। তাই অ্যাঞ্জিয়োপ্লাস্টি করাতে হয়েছে। এখন রক্ত চলাচল স্বাভাবিক ছন্দেই হচ্ছে। আর কোনও সমস্যা নেই।" তাঁকে সঠিক সময়ে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক ইন্দ্রাণী গুহ। তাই ওই পোস্টে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন অনিন্দিতা। যিনি তাঁর অ্যাঞ্জিয়োপ্লাস্টি করেছেন চিকিৎসক হেমা রথ, তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন পরিচালক।

তাঁর হঠাৎ অসুস্থতার ফলে প্রাথমিকভাবে অসুবিধায় পড়েছিলেন তাঁর বৃদ্ধ বাবা, মা। তবে এখন সুস্থ আছেন অনিন্দিতা। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও সময় তাঁর মুখের হাসি কেড়ে নিতে পারেনি তা আরও একবার প্রমান হল তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে।