অন্তঃসত্ত্বা অবস্থায় এক গলা মদ খেয়ে নেন ভারতী! সন্তান জন্মের আগে কী হয়েছিল তাঁর সঙ্গে?
নিজস্ব সংবাদদাতা
১৩ জানুয়ারি ২০২৬ ১৪ : ২৬
শেয়ার করুন
1
5
জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে তিনি ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া তাঁদের দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দেন। তার ডাকনাম রাখা হয়েছে ‘কাজু’।
2
5
ভারতী তাঁর প্রথম সন্তান লক্ষ্যর জন্মের সময়ের এক ভয়াবহ ঘটনার কথা তুলে ধরেন। ভারতী বলেন, "আমরা তখন পার্টি করছিলাম আর বিয়ার খাচ্ছিলাম। হঠাৎ দেখি একটা প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ পড়ে আছে। ভাবলাম একবার পরীক্ষা করেই দেখি না! সকালে টেস্ট করে আমি আবারও ঘুমিয়ে পড়ি। কয়েক ঘণ্টা পর জেগে দেখি স্ট্রিপে দুটো লাইন! হর্ষকে দেখাতেই ও তো পুরো অবাক।"
3
5
পরবর্তীতে ডাক্তার যখন জানান যে তিনি সাত সপ্তাহের অন্তঃসত্ত্বা, তখন ভারতীর প্রতিক্রিয়া ছিল বেশ মজার। তিনি বলেন, "আমি তখন ড্রিঙ্ক করছিলাম, আর ডাক্তার বললেন এখন থেকে সব বন্ধ। আমি তো শুনে থতমত খেয়ে গিয়েছিলাম।"
4
5
ওজন বা শারীরিক নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও ভারতী মাতৃত্বকে গ্রহণ করেছেন। দ্বিতীয় সন্তান যেন মেয়ে হয়, এমনটাই চেয়েছিলেন ভারতী ও হর্ষ। কিন্তু দ্বিতীয়বারও ছেলের মা হয়েছেন ভারতী। তবে তাঁরা জানিয়েছেন, কন্যা সন্তানের অপেক্ষায় আছেন এখনও।
5
5
দ্বিতীয় সন্তানের জন্মের মাত্র তিন সপ্তাহের মধ্যেই কাজে ফিরেছেন ভারতী। সম্প্রতি তাঁকে ‘লাফটার শেফস’ সিজন ৩-এর সেটে দেখা যায়, যেখানে তিনি সহকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এই অনুষ্ঠানটি কালার্স টিভি ও জিও হটস্টারে সম্প্রচারিত হচ্ছে।