নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ধারাবাহিক 'উড়ান'-এ 'মহারাজ' ও 'পূজারিণী' জীবনের নতুন অধ্যায় শুরু করলেও এখনও মিল হয়নি দু'জনের। বাস্তবেও তেমন ভাবে এখনও বন্ধুত্ব গড়ে ওঠেনি প্রতীক সেন এবং রত্নাপ্রিয়া দাসের মধ্যে। নিজেদের অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে আজকাল ডট ইন-এর কাছে মুখ খুললেন তাঁরা।

'মহারাজ' খুব রাগী হলেও 'পূজারিণী:র কাছে রাগ গলে জল? প্রতীকের উত্তর, "পূজারিণীর প্রতি আগের থেকে অনেকটাই নরম মনের হয়েছে মহারাজ। আসলে চাপিয়ে দেওয়া হয়েছে সম্পর্কটা। তার ওপর আবার বাবা, ঠাম্মার সঙ্গে ওর সম্পর্কটা এত ভাল, তাই মহারাজ মাঝে মাঝে গলে যাচ্ছে ঠিকই।"

নানা ধরনের মজার দৃশ্য দেখা যাচ্ছে ধারাবাহিকে, বাস্তবে কতটা এর প্রভাব দেখা যায়? প্রতীক বলেন, "আমি একদমই হাসি না, হাসতে ভাল লাগেনা'। রত্নাপ্রিয়ার উত্তর, "আমরা আসলে কাজের সময় খুবই সিরিয়াস থাকি, গল্প ক্রমশই বদলাচ্ছে, তাই সেটা নিয়েই ব্যস্ত থাকতে হয়। দৃশ্য পড়ার পর খুব একটা সময় পাইনা আলাদা করে গল্প করার। কিন্তু সেটে ঠাম্মি মানে তনিমাদি এলে বেশ হাসাহাসি হয়।"

কিছুদিন আগে ধারাবাহিকের গল্পে ঘটনাচক্রে বিয়ে হয়ে যায় 'মহারাজ' এবং 'পূজারিণী'র, যদিও এই ঘটনা একেবারেই মেনে নিতে পারছেন না 'পূর্ণিমা'। এই চরিত্রে দেখা যাচ্ছে অঞ্জনা বসুকে। তিনি বলেন, "পূর্ণিমার চরিত্রে আরও কত ধরনের শেড যে দেখা যাবে, সেই অপেক্ষাতেই আমি রয়েছি। এই ধরনের চরিত্র আমি এর আগে তেমনভাবে করিনি। টিআরপি তালিকায় যেভাবে এগিয়ে যাচ্ছে 'উড়ান' তাই বেশ আশাবাদী।"