আজকাল ওয়েবডেস্ক :   জুয়ার আসর বসানোর প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল খাস কলকাতায়। মানিকতলার পাঞ্জাবি গ্যারাজ এলাকার ঘটনা। মৃতের নাম অনিল রজক। বয়স ৪৫। সূত্রের খবর, মানিকতলার বাগমারি চত্বরে জুয়ার আসর ও ক্রিকেট বেটিংয়ের অভিযোগ ছিল। জুয়ার আসর বসানোর প্রতিবাদ করার পরই অনিল রজককে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ পরিবারের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে মানিকতলা থানার পুলিশ। ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।