নতুন একটি মহাজাগতিক বস্তু—3I/ATLAS—কে ঘিরে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। কেউ কেউ দাবি করছেন এটি হয়তো ভিনগ্রহী প্রযুক্তির তৈরি কোনো মহাকাশযান, আবার অনেকে বলছেন এটি স্বাভাবিক এক ধূমকেতু বা গ্রহাণু, যা কেবল আমাদের সৌরজগত অতিক্রম করে যাবে। নাসা অবশ্য স্পষ্ট জানিয়েছে—এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি ধূমকেতু, এবং পৃথিবীর জন্য কোনও ঝুঁকি নেই।
2
10
বিখ্যাত হার্ভার্ড অ্যাস্ট্রোফিজিসিস্ট অভি লোয়েবসহ কিছু গবেষক মনে করেন, 3I/ATLAS–এর গতি, আকৃতি ও গতিপথ সাধারণ ধূমকেতু বা গ্রহাণুর মতো নয়। এটিকে তারা “অস্বাভাবিক” বলে উল্লেখ করেছেন এবং অতিরিক্ত গবেষণার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
3
10
তবে জ্যোতির্বিদদের মত একেবারেই ভিন্ন—তাদের মতে, এখন পর্যন্ত কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই যা বলে এটি ভিনগ্রহী প্রযুক্তির ফল। নাসাও জানিয়েছে, বিশ্লেষণে এটিকে একটি স্বাভাবিক আন্তর্তারকা ধূমকেতুই মনে হচ্ছে।
4
10
3I/ATLAS হল ইতিহাসে তৃতীয় মহাজাগতিক বস্তু—এর আগে ২০১৭ সালে ‘ওউমুয়ামুয়া এবং ২০১৯ সালে ধূমকেতু বোরিসভ একইভাবে সৌরজগতের বাইর থেকে এসে প্রবেশ করেছিল।
5
10
নাসার হিসাব অনুযায়ী, 3I/ATLAS তার নিকটতম সূর্য–অভিগমন করবে ৩০ অক্টোবর ২০২৫-এ। তখন এটি সূর্য থেকে প্রায় ১৩ কোটি মাইল দূর দিয়ে অতিক্রম করবে—যা মার্স বা মঙ্গল গ্রহের কক্ষপথের সামান্য ভেতরে।
6
10
এরপর নভেম্বর ২০২৫-এ এটি পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে যাবে, তবে নাসা স্পষ্ট জানায়—পৃথিবীর সঙ্গে এর সংঘর্ষের কোনও সম্ভাবনাই নেই। এটি সম্পূর্ণ নিরাপদ দূরত্ব বজায় রেখেই অতিক্রম করবে এবং সৌরজগত পেরিয়ে আবার আন্তর্তারকা মহাকাশে চলে যাবে।
7
10
এই বস্তুকে ঘিরে একটি বড় অংশের আলোচনা তৈরি হয়েছে বাবা ভাঙ্গাকে ঘিরে। অনলাইনে বহু দাবি উঠেছে—তিনি নাকি ২০২০–এর দশকে ভিনগ্রহীদের সাথে যোগাযোগ বা তাদের আগমনের ইঙ্গিত দিয়েছিলেন। 3I/ATLAS–এর আবিষ্কার সেই কথাকেই নাকি বাস্তবতার দিকে ঠেলে দিচ্ছে।
8
10
তবে গবেষকরা বলছেন—এই দাবির কোনও প্রমাণ নেই। কোথাও নথিভুক্ত এমন কোন ভবিষ্যদ্বাণী পাওয়া যায় না যেখানে তিনি বিশেষভাবে এই ধরনের কোনো আন্তর্তারকা বস্তুর কথা বলেছেন। অধিকাংশ দাবি সময়ের সঙ্গে বিকৃত হয়েছে বা অতিরঞ্জিত হয়েছে।
9
10
বাবা ভাঙ্গা ছিলেন এক বুলগেরীয় অন্ধ রহস্যবাদী, যিনি ভবিষ্যদ্বাণীর জন্য বিশ্বব্যাপী পরিচিতি পান। অনেকেই দাবি করেন তিনি চেরনোবিল বিপর্যয়, ৯/১১ হামলা বা নানা প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনাগুলো আগে থেকেই বলেছেন। তবে বিশেষজ্ঞদের মতে, তার ভবিষ্যদ্বাণীর অধিকাংশই অস্পষ্ট, পরবর্তীতে মানুষের ব্যাখ্যায় সেগুলোকে নির্দিষ্ট ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হয়।
10
10
3I/ATLAS নিঃসন্দেহে একটি বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ আবিষ্কার। এটি মানবজাতিকে আবারও মনে করিয়ে দিচ্ছে—আমাদের সৌরজগতের বাইরে থেকে আসা বস্তুগুলো সম্পর্কে আমরা এখনও খুব কম জানি। তবে ভিনগ্রহী প্রযুক্তি নিয়ে জল্পনা বা বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর সঙ্গে যুক্ত করা—এই মুহূর্তে এর কোনোটিরই বাস্তব ভিত্তি নেই। নাসা নিশ্চিত করেছে—এটি একটি নিরাপদ, স্বাভাবিক আন্তর্তারকা ধূমকেতু, যা ২০২৫ সালে এসে আবার অজানা মহাশূন্যের পথে ফিরে যাবে।