আজকাল ওয়েবডেস্ক: স্মার্ট টিভি এখন ঘরের সবচেয়ে ব্যবহৃত ডিভাইসগুলোর একটি। বড় পর্দা, ইন্টারনেট সুবিধা, স্ট্রিমিং অ্যাপ, সব মিলিয়ে এগুলো অত্যন্ত সুবিধাজনক। কিন্তু এর সঙ্গে বাড়ছে গোপনীয়তার ঝুঁকি। আপনি হয়তো ভাবেন, টিভি বন্ধ মানেই শান্ত। কিন্তু বাস্তবে অনেক স্মার্ট টিভি বন্ধ অবস্থাতেও আপনার দেখা, শোনা এবং অনলাইন অভ্যাস সম্পর্কে তথ্য সংগ্রহ করে যায়।


আপনি কী দেখছেন, কোন অ্যাপ ব্যবহার করছেন, কখন কথা বলছেন—সব কিছু নীরবে নজরদারির আওতায় চলে আসে। তবে ভয় পাওয়ার কারণ নেই। মাত্র পাঁচটি সহজ পদক্ষেপ নিলে আপনার স্মার্ট টিভি থেকে গোপনীয়তা ফাঁস হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।


ACR বন্ধ করুন—টিভির গোপন নজরদারি থামান
বেশিরভাগ স্মার্ট টিভি আপনার দেখা প্রতিটি ভিডিও, শো, সিনেমা বা এমনকি ইউএসবি দিয়ে প্লে করা কনটেন্ট ট্র্যাক করে। এর নাম ACR । এটি আপনার দেখা কনটেন্ট চিহ্নিত করে বিজ্ঞাপনদাতাদের কাছে পাঠায়, যাতে তারা লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখাতে পারে। এটি বন্ধ করতে টিভির Privacy Settings বা System Settings-এ গিয়ে ACR বা Viewing Data অপশনটি অফ করে দিন। একটি সুইচেই টিভির ব্যাকগ্রাউন্ড ট্র্যাকিং অনেকটাই থেমে যাবে।


ভয়েস রিকগনিশন বন্ধ করুন—টিভিকে ‘শুনতে’ দেবেন না
অনেক স্মার্ট টিভিতে ইন-বিল্ট মাইক্রোফোন থাকে, যা ভয়েস কমান্ডের জন্য সবসময় সক্রিয় থাকে। স্ক্রিন বন্ধ থাকলেও এটি ‘শুনতে’ পারে। এটি টিভিকে আপনার কথোপকথন রেকর্ড করার সুযোগ দেয়—যা অবশ্যই বড় ধরনের গোপনীয়তার ঝুঁকি। সমাধান খুব সহজ। Voice Recognition বা Voice Assistant সেটিংস বন্ধ করুন। অথবা যদি টিভিতে physical mic switch থাকে, সেটি অফ করে দিন। এর ফলে টিভি আর কোনো কথোপকথন শুনতে পারবে না, এমনকি ভুল করে রেকর্ডও করবে না।


ক্যামেরা ঢেকে দিন বা খুলে ফেলুন
অনেক স্মার্ট টিভিতে ওয়েবক্যাম থাকে, বিশেষ করে ভিডিও কল বা জেসচার কন্ট্রোলের জন্য। একটি ক্যামেরা মানে সরাসরি আপনার ঘরের দৃশ্য বাইরে পাঠানোর সম্ভাবনা। নিরাপদ থাকতে টিভির বিল্ট-ইন ক্যামেরা শাটার থাকলে সেটি বন্ধ করুন। না থাকলে একটি ক্যামেরা কভার লাগান। আর বহিরাগত ওয়েবক্যাম হলে ব্যবহারের পর খুলে রাখুন বা আনপ্লাগ করুন এতে অনাকাঙ্ক্ষিত অ্যাক্সেস থেকে পুরো ঘর নিরাপদ থাকবে।


কম অ্যাপে লগইন করুন
আপনি যত বেশি অ্যাপে সাইন ইন করবেন, তত বেশি তথ্য বিভিন্ন সংস্থা সংগ্রহ করতে পারবে। স্মার্ট টিভির অপারেটিং সিস্টেম অনেক সময় অ্যাপের অনুমতি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই যেসব অ্যাপ প্রয়োজন নেই, ইনস্টলই করবেন না। লগইন কম রাখুন। ইচ্ছে হলে Fire TV Stick, Apple TV, Chromecast-এর মতো বাহ্যিক স্ট্রিমিং ডিভাইস ব্যবহার করুন, কারণ এগুলোতে গোপনীয়তা নিয়ন্ত্রণ অনেক শক্তিশালী থাকে।


কাজ শেষ হলে টিভি পুরোপুরি বন্ধ করুন
স্ট্যান্ডবাই মোডে টিভি বন্ধ দেখালেও এটি ইন্টারনেটে সংযুক্ত থাকে এবং ব্যাকগ্রাউন্ডে ডেটা পাঠাতে পারে। তাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি ওয়াল সুইচ বন্ধ করুন বা প্লাগ খুলে রাখুন। এতে টিভি সম্পূর্ণভাবে অফলাইন হয়ে যায় এবং কোনো ডেটা সংগ্রহ বা ট্র্যাকিং হয় না।


স্মার্ট টিভি আধুনিক জীবনের অংশ হলেও এটি আপনার ব্যক্তিগত তথ্যের বড় উৎস। কিন্তু মাত্র কয়েকটি ছোট পরিবর্তনেই আপনি নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন। ACR বন্ধ করা, ভয়েস রিকগনিশন অফ করা, ক্যামেরা ঢেকে রাখা, অ্যাপ কম ব্যবহার করা এবং টিভি পুরোপুরি বন্ধ করা—এই পাঁচটি পদক্ষেপ আপনার ঘর ও গোপনীয়তা দুটোই ভালভাবে সুরক্ষিত রাখবে।