রবিবার বিয়ের পিঁড়িতে বসবেন স্মৃতি। তার আগেই শুরু হয়ে গিয়েছে দু'দিন ব্যাপী বিয়ের অনুষ্ঠান। শুক্রবারই ছিল গায়ে হলুদ। হলুদ পোশাকে দেখা যায় হবু বর এবং কনেকে। সঙ্গে ছিল স্মৃতির 'ব্রাইড স্কোয়াড'। সবার পরনে হলুদ পোশাক।
3
6
স্মৃতির গায়ে হলুদের ছবি বিদ্যুৎগতিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। দিনের হাইলাইট হয়ে ওঠে। ঢোলের তালে নাচতে দেখা যায় স্মৃতি সহ জেমাইমা, শেফালি, শ্রীয়াঙ্কাদের। খুশিতে ডগমগ ছিলেন স্মৃতি। কালার থিম ছিল হলুদ। পোশাক থেকে শুরু করে সজ্জা, সবই ছিল হলুদে মোড়া।
4
6
সতীর্থের হলদিতে সামিল হন বিশ্বকাপজয়ী দলের একঝাঁক তারকা। তালিকায় ছিলেন জেমাইমা রডরিগেজ, শেফালি বর্মা, অরুন্ধতী রেড্ডি, শ্রেয়াঙ্কা পাতিল, রেণুকা সিং ঠাকুর, রাধা যাদব এবং রিচা ঘোষ। সবাই স্মৃতির সঙ্গে ড্যান্স ফ্লোরে যোগ দেয়। এই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। সবার মধ্যে মাঠের বাইরের বন্ধন স্পষ্ট ফুটে ওঠে।
5
6
স্মৃতি-পলাশের গায়ে হলুদের মূল অনুষ্ঠানের ছবিও ইন্টারনেটে ছেয়ে যায়। পাশাপাশি বসে বর-কনে। চলে আশীর্বাদ পর্ব। গায়ে হলুদের আগে পলাশ একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে ডি ওয়াই পাতিলে তাঁকে স্মৃতিতে প্রোপোজ করতে দেখা যায়। তারকা ক্রিকেটারের চোখ বেঁধে দেওয়ায় হয়েছিল। হাঁটু মুড়ে বসে আংটি এবং গোলাপের তোড়া দিয়ে স্মৃতিকে প্রোপোজ করেন পলাশ। দু'জনের আবেগ চোখে-মুখে ফুটে ওঠে। পলাশ ভিডিওর ক্যাপশনে লেখেন, 'ও হ্যাঁ বলেছে'।
6
6
রবিবার সাত পাকে বাঁধা পড়বেন স্মৃতি। বিশ্বকাপে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পর ব্যক্তিগত জীবনে আরও একধাপ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। গায়ে হলুদের অনুষ্ঠানে দেখা যায়নি হরমনপ্রীত কৌরকে। তবে বিয়ের দিন উপস্থিত থাকবেন ভারত অধিনায়ক।