আজকাল ওয়েবডেস্ক : প্যালেস্তাইন অধিকৃত গাজা উপত্যকায় ইজরায়েলের ‘গণহত্যা’ বন্ধে ব্যর্থতা এবং এই বর্বরতায় উল্টো প্ররোচনা দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একইসঙ্গে আসামী করা হয়েছে মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকেও। ক্যালফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছে নিউইয়র্কের নাগরিক স্বাধীনতা গ্রুপ সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস। প্যালেস্তাইনের বিভিন্ন মানবাধিকার সংস্থা, গাজায় বসবাসকারী প্যালেস্তানিরা এবং উপত্যকায় থাকা মার্কিন নাগরিকদের স্বজনদের পক্ষে মামলাটি দায়ের করেছে সিসিআর। ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় প্যালেস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এরপর থেকে গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। এখনও পর্যন্ত ১১ হাজার ২০০ জনেরও বেশি প্যালেস্তাইনবাসী প্রাণ হারিয়েছেন, যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু। এই সংঘাতে ইজরায়েলকে অস্ত্র-গোলাবারুদ দিয়ে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাইডেন ও দুই মন্ত্রীর নামে মামলায় বলা হয়েছে, ইজরায়েল সরকারের অনেক নেতা গণহত্যার ইচ্ছা প্রকাশ করেছেন।