আজকাল ওয়েবডেস্ক:‌ ফরাসি  প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর পর প্যালেস্তাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরায়েলকে এবার মহিলা ও শিশু হত্যা বন্ধ করতে বললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।  ইজরায়েলের সমালোচনায় সরব ট্রুডো বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় মহিলা, অল্পবয়সী ছেলে–মেয়ে এবং শিশু হত্যা অবশ্যই বন্ধ করতে হবে।  প্রসঙ্গত, যুদ্ধ শুরু হওয়ার প্রায় দেড় মাস পর এই প্রথম ইজরায়েলের তীব্র সমালোচনায় সরব হলেন ট্রুডো। জাস্টিন ট্রুডো বলেন, ‘ইজরায়েল সরকারকে সর্বোচ্চ সংযম দেখানোর জন্য অনুরোধ করছি। সারা বিশ্ব সব কিছু দেখছে। সারা বিশ্বই মহিলা, অল্পবয়সী ছেলে–মেয়ে ও শিশুদের হত্যার এই ঘটনা প্রত্যক্ষ করছে। এটা বন্ধ করতে হবে।’‌ ট্রুডো আরও বলেন, প্যালেস্তাইনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে হামাসকে। একইসঙ্গে আটক সকল বন্দিকে মুক্তি দিতে হবে।