আজকাল ওয়েবডেস্ক: এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল মালদার মানিকচক। পুলিশকে লক্ষ্য করে হল ইঁট বৃষ্টি। পাল্টা পুলিশের গুলিতে দুই ব্যক্তির জখম হওয়ার অভিযোগ উঠেছে। আহতরা মালদা মেডিক্যাল কলেজে ভর্তি আছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিরাট সংখ্যক পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন উচ্চপদস্থ পুলিশ কর্তারা। কেন এবং কী পরিস্থিতিতে গুলি চালাতে হল তার গোটা রিপোর্ট জেলা প্রশাসনের কাছে জানতে চেয়েছে নবান্ন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ বিভ্রাট চলছিল। ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়াতে ক্ষুব্ধ ছিলেন বাসিন্দারা। স্থানীয় বিদ্যুৎ দপ্তরের অফিসে এই নিয়ে তাঁরা প্রতিবাদও জানান।
তাতেও কাজ না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই নুরপুর, এনায়েতপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন পুরুষ ও মহিলারা। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ যখন অবরোধ তুলতে যায় তখন তাদের ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর হয়। মানিকচক থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিরাট বাহিনী নিয়ে ঘটনাস্থলে গেলে তাঁকে আটকে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। তাঁর মাথা ফেটে গিয়েছে এবং আরও দুই পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে সেই গুলিতে দু'জন আহত হয়েছেন বলে অভিযোগ। আহতদের হাসপাতালে ভর্তি করা ছাড়াও অভিযুক্তদের ধরপাকড় শুরু করেছে পুলিশ।
তাতেও কাজ না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই নুরপুর, এনায়েতপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন পুরুষ ও মহিলারা। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ যখন অবরোধ তুলতে যায় তখন তাদের ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর হয়। মানিকচক থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিরাট বাহিনী নিয়ে ঘটনাস্থলে গেলে তাঁকে আটকে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। তাঁর মাথা ফেটে গিয়েছে এবং আরও দুই পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে সেই গুলিতে দু'জন আহত হয়েছেন বলে অভিযোগ। আহতদের হাসপাতালে ভর্তি করা ছাড়াও অভিযুক্তদের ধরপাকড় শুরু করেছে পুলিশ।
