আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টে আজ নিট-ইউজি মামলার শুনানি। এর ঠিক কয়েক ঘণ্টা আগে এইমসের তিন ডাক্তারি পড়ুয়াকে আটক করল সিবিআই। নিটের প্রশ্নপত্র ফাঁস ঘটনায় বৃহস্পতিবার পাটনা এইমসের তিন ডাক্তারি পড়ুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিল সিবিআই। তিন পড়ুয়াই ২০২১ সালের ব্যাচের।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তিন ডাক্তারি পড়ুয়ার ঘরের তালা বন্ধ করেছেন তদন্তকারী আধিকারিক। তাঁদের ল্যাপটপ, ফোন সব কেড়ে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে ফোন, ল্যাপটপ পরীক্ষা করবেন তদন্তকারীরা।

নিটের প্রশ্নপত্র চুরির অভিযোগে গতকাল, বুধবার পাটনা থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এর মধ্যে একজন প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের মাফিয়াদের মধ্যে একজন। গতকাল পঙ্কজ কুমার নামের এক ইঞ্জিনিয়ারকে পাটনা থেকে গ্রেপ্তার করে পুলিশ। নিট কাণ্ডে এ পর্যন্ত ন'জনকে গ্রেপ্তার করেছে সিবিআই।