আজকাল ওয়েবডেস্ক: আর লুকিয়ে থাকা হল না। পুলিশের জালে ধরা পড়ল কুলতলির সাদ্দাম সর্দার। গত কয়েকদিন ধরে যার খোঁজে হন্যে হয়ে ঘুরছিল বারুইপুর জেলা পুলিশ। তার সঙ্গে ধরা পড়ল ওই এলাকার আরেক সিপিএম নেতা মান্নান খান। মান্নানের মাছের ভেড়ি বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করল পুলিশ।

কুলতলি থানার জালাবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট এলাকার বাসিন্দা সাদ্দামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রতারণার অভিযোগ ছিল। সোনা বিক্রির নামে ক্রেতাকে ডেকে এনে তাঁর সর্বস্ব লুটে নিত সাদ্দাম ও তার দলবল। চলতি সপ্তাহের সোমবার সাদ্দামের খোঁজে তার বাড়িতে হানা দেয় পুলিশ। সাদ্দামকে ধরাও হয়। কিন্তু তার ভাই ও সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ।

তল্লাশিতে গিয়ে পুলিশ সাদ্দামের ঘরে খাটের নিচে এক সুড়ঙ্গ পথের সন্ধান পায়। যে সুড়ঙ্গ গিয়ে মিশেছে মাতলা নদীর খালে। পুলিশের থেকে বাঁচতে বা প্রয়োজনে গা ঢাকা দেওয়ার জন্য এই পথই সাদ্দাম ব্যবহার করত বলে পুলিশের অনুমান।

গত কয়েকদিন ধরে খোঁজ চালিয়েও সাদ্দামকে ধরতে পারেনি পুলিশ। শেষপর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে একটি মাছের ভেড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে পেশ করে আপাতত সাদ্দামকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।