আজকাল ওয়েবডেস্ক: আরও চাপে কেজরিওয়ালের আপ্তসহায়ক বৈভব কুমার। স্বাতী মালিওয়াল হেনস্থা মামলায় ১ হাজার পাতার চার্জশিট তৈরি করেছে দিল্লি পুলিশ। তিস হাজারি কোর্টে এই চার্জশিট পেশ করবে দিল্লি পুলিশ।

স্বাতী মালিওয়াল হেনস্থা কাণ্ডে বৈভব কুমারকেই প্রধান অভিযুক্ত হিসাবে দেখিয়েই রিপোর্ট করেছে পুলিশ। চার্জশিটে স্বাতী মালিওয়ালের বয়ানের পাশাপাসি কেজরিওয়ালের বাড়ির দুই নিরাপত্তাকর্মী এবং বাড়ির কাজের লোকেরও বয়ান রেকর্ড করা হয়েছে। এছাড়া সেই সময় কেজরিওয়ালের বাড়িতে কারা উপস্থিত ছিল তাঁদের সকলেরই বয়ান রেকর্ড করা হয়েছে। চার্জশিটে কেজরিওয়ালের বাড়ির সিসিটিভি ফুটেজও দেখানো হয়েছে।

প্রসঙ্গত, ১৩ মে স্বাতী মালিওয়াল কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান। তবে সেখানে তাঁকে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয়। এরপরই কেজরিওয়ালের আপ্তসহায়কের বিরুদ্ধে স্বাতীকে চরম হেনস্থার অভিযোগ ওঠে। বৈভবের বিরুদ্ধে স্বাতীকে লাথি এবং চড় মারার অভিযোগ ওঠে। এরপর স্বাতী মালিওয়ালের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টও চার্জশিটে রয়েছে। ১৮ মে বৈভব কুমারকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। বেশ কয়েকটি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। এরপর থেকে পুলিশের হেপাজতেই রয়েছেন বৈভব কুমার।