আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুতে দুষ্কৃতীদের হাতে ফের খুন হলেন এক রাজনৈতিক নেতা। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইতে। এনটিকে পার্টির নেতা বালাসুব্রক্ষ্মমনিয়নকে সকালে প্রাতঃভ্রমণের সময় নিশানা করে একদল দুষ্কৃতী।

পুলিশ তদন্তে নেমে জানিয়েছে, এটি কোনও রাজনৈতিক হত্যা নয়, প্রতিশোধ নিতেই খুন করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে আরও জানতে পেরেছে পরিবারগত সমস্যা থেকেই এই খুনের ঘটনা ঘটেছে। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, বিএসপি নেতা কে আমস্ট্রংয়ের মৃত্যুর পর এই ঘটনা ফের প্রশাসনের দিকে আঙুল তুলেছে। আমস্ট্রংকে ৬ দুষ্কৃতী ঘিরে ধরে হত্যা করে। রবিবারই আমস্ট্রং খুনে অন্যতম অভিযুক্তকে গুলি করে হত্যা করেছে পুলিশ। তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই চেন্নাই পুলিশের কমিশনার সন্দীপ রাঠোরকে বিএসপি নেতা খুনের জেরে বদলি করেছে। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন এ অরুণ। দায়িত্ব নিয়েই অরুণ জানিয়েছেন, যে ভাষায় দুষ্কৃতীরা কথা বলতে চায় তাঁদের সঙ্গে সেই ভাষাতেই কথা বলা হবে। তবে একের পর এক রাজনৈতিক নেতা-কর্মী খুনের ঘটনায় কিছুটা হলেও চাপে তামিলনাড়ু সরকার।