কৌশিক রায়
ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। মাসখানেক আগে সল্টলেকে স্থাপিত কলকাতা ময়দানের এই নয়া ফুটবল ক্লাব। তারপর থেকেই গত দুই মাস ধরে দলকে কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের জন্য প্রস্তুত করাচ্ছিলেন কোচ দীপক মণ্ডল। আর তার ফল মিলল প্রথম ম্যাচেই। অ্যাডামাস ইউনাইটেডের বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করল ইউকেএসসি। তবে শেষরক্ষা হল না। অ্যাডামাসের অনুজ দাসের শেষ মুহূর্তের গোলে তিন পয়েন্ট হাতছাড়া হল ইউনাইটেডের। তবে আগামী দিনে লড়াইয়ের বার্তা দিয়েই এদিন মাঠ ছাড়লেন ফুটবলাররা।
কোন্নগরের ঋষি অরবিন্দ গ্রাউন্ডে সোমবার মুখোমুখি হয়েছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব এবং অ্যাডামাস ইউনাইটেড। খাতায় কলমে এবং অভিজ্ঞতায় অ্যাডামাস এগিয়ে থাকলেও সমানে সমানে লড়াই করছিল ইউকেএসসিও। প্রথমার্ধ জুড়ে দুই দলকেই মূলত রক্ষণাত্মক ফুটবল খেলতে দেখা গিয়েছে। হাফ টাইমের একদম শেষে বক্সের ভেতর ভাসানো বলে হেড রেখে অ্যাডামাসকে এগিয়ে দেন মিংমা শেরপা।১-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় ইউকেএসসিকে। একের পর এক ক্রস, পাশাপশি মাঝখান দিয়েও দূরপাল্লার শট রাখছিলেন ইউনাইটেডের ফরোয়ার্ডরা। বেশ কয়েকবার কঠিন পরীক্ষার মুখে পড়তে হয় অ্যাডামাস গোলরক্ষককে। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইউনাইটেডকে।
৬৫ মিনিটে অ্যাডামাস কিপারের ভুলে গোল করে সমতা ফেরান সেইভাংলেন মাতে। ম্যাচের পর তিনি জানান, 'প্রথমার্ধের পর কোচ অ্যাটাকে যেতে বলেছিলেন। আমরাও গোল পাওয়ার জন্য ঝাঁপিয়েছি। আমরা ফিরব। এখনও টুর্নামেন্ট অনেক বাকি আছে। তবে দ্বিতীয়ার্ধে ভাল খেলেও হেরে গেলাম এটাই আক্ষেপ রয়ে গেল।' দ্বিতীয়ার্ধে অনেক বেশি গোছানো দেখিয়েছে ইউকেএসসিকে। কোচ দীপক মণ্ডলের কথায়,' দু' মাস ধরে দলকে যেভাবে ট্রেনিং করিয়েছি প্রথমার্ধে সেভাবে খেলতে পারেনি। সম্ভবত, টুর্নামেন্টের চাপের জন্য। যতই ম্যাচ খেলি টুর্নামেন্টের চাপ অন্যরকম থাকে। কিন্তু দ্বিতীয়ার্ধে দল অনেক ভাল খেলেছে। কয়েকটা অফসাইডের জন্য বেশ কিছু সুযোগ নষ্ট হয়েছে।' ১-১ হওয়ার পর দুই দলই গোলের জয় চেষ্টা করলেও লিড নিতে পারেনি কেউই।
একসময় মনে হচ্ছিল এক পয়েন্ট করে নিয়ে যাবে দু' দল। ৯০ মিনিটের শেষে ৬ মিনিট ইনজুরি টাইম দেন রেফারি। তার মধ্যেই দূরপাল্লার দুরন্ত শটে অ্যাডামাসের হয়ে জয়সূচক গোল করেন অনুজ দাস। খেলার শেষে অনুজের বক্তব্য, 'কোচ জানতেন আমি দূরপাল্লার শট রাখতে পারি। সেই মত অনুশীলনও করেছি। সামনে ফাঁকা দেখতে পেয়ে শট রেখে দিয়েছিলাম। গোল হয়ে যাবে ভাবতে পারিনি।' কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে ১৫ টা ম্যাচ খেলতে হবে ইউকেএসসিকে। শুরুটা ভাল না হলেও দলকে উজ্জীবিত রেখেছেন কোচ দীপক মণ্ডল। তিনি জানান, প্রথম ম্যাচ বলে হয়তো একটু নার্ভাস ছিল দল। তবে ফুটবলারদের ওপর আমরা ভরসা আছে। এখনও তো বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে।' এদিন মাঠে খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন টেকনো ইন্ডিয়ার বহু প্রতিনিধিরাই। আগামী দিনে সিএফএলে যে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব বড় ছাপ রেখে যাবে তা বলাই বাহুল্য।
ছবি: পার্থ রাহা
ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। মাসখানেক আগে সল্টলেকে স্থাপিত কলকাতা ময়দানের এই নয়া ফুটবল ক্লাব। তারপর থেকেই গত দুই মাস ধরে দলকে কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের জন্য প্রস্তুত করাচ্ছিলেন কোচ দীপক মণ্ডল। আর তার ফল মিলল প্রথম ম্যাচেই। অ্যাডামাস ইউনাইটেডের বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করল ইউকেএসসি। তবে শেষরক্ষা হল না। অ্যাডামাসের অনুজ দাসের শেষ মুহূর্তের গোলে তিন পয়েন্ট হাতছাড়া হল ইউনাইটেডের। তবে আগামী দিনে লড়াইয়ের বার্তা দিয়েই এদিন মাঠ ছাড়লেন ফুটবলাররা।
কোন্নগরের ঋষি অরবিন্দ গ্রাউন্ডে সোমবার মুখোমুখি হয়েছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব এবং অ্যাডামাস ইউনাইটেড। খাতায় কলমে এবং অভিজ্ঞতায় অ্যাডামাস এগিয়ে থাকলেও সমানে সমানে লড়াই করছিল ইউকেএসসিও। প্রথমার্ধ জুড়ে দুই দলকেই মূলত রক্ষণাত্মক ফুটবল খেলতে দেখা গিয়েছে। হাফ টাইমের একদম শেষে বক্সের ভেতর ভাসানো বলে হেড রেখে অ্যাডামাসকে এগিয়ে দেন মিংমা শেরপা।১-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় ইউকেএসসিকে। একের পর এক ক্রস, পাশাপশি মাঝখান দিয়েও দূরপাল্লার শট রাখছিলেন ইউনাইটেডের ফরোয়ার্ডরা। বেশ কয়েকবার কঠিন পরীক্ষার মুখে পড়তে হয় অ্যাডামাস গোলরক্ষককে। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইউনাইটেডকে।
৬৫ মিনিটে অ্যাডামাস কিপারের ভুলে গোল করে সমতা ফেরান সেইভাংলেন মাতে। ম্যাচের পর তিনি জানান, 'প্রথমার্ধের পর কোচ অ্যাটাকে যেতে বলেছিলেন। আমরাও গোল পাওয়ার জন্য ঝাঁপিয়েছি। আমরা ফিরব। এখনও টুর্নামেন্ট অনেক বাকি আছে। তবে দ্বিতীয়ার্ধে ভাল খেলেও হেরে গেলাম এটাই আক্ষেপ রয়ে গেল।' দ্বিতীয়ার্ধে অনেক বেশি গোছানো দেখিয়েছে ইউকেএসসিকে। কোচ দীপক মণ্ডলের কথায়,' দু' মাস ধরে দলকে যেভাবে ট্রেনিং করিয়েছি প্রথমার্ধে সেভাবে খেলতে পারেনি। সম্ভবত, টুর্নামেন্টের চাপের জন্য। যতই ম্যাচ খেলি টুর্নামেন্টের চাপ অন্যরকম থাকে। কিন্তু দ্বিতীয়ার্ধে দল অনেক ভাল খেলেছে। কয়েকটা অফসাইডের জন্য বেশ কিছু সুযোগ নষ্ট হয়েছে।' ১-১ হওয়ার পর দুই দলই গোলের জয় চেষ্টা করলেও লিড নিতে পারেনি কেউই।
একসময় মনে হচ্ছিল এক পয়েন্ট করে নিয়ে যাবে দু' দল। ৯০ মিনিটের শেষে ৬ মিনিট ইনজুরি টাইম দেন রেফারি। তার মধ্যেই দূরপাল্লার দুরন্ত শটে অ্যাডামাসের হয়ে জয়সূচক গোল করেন অনুজ দাস। খেলার শেষে অনুজের বক্তব্য, 'কোচ জানতেন আমি দূরপাল্লার শট রাখতে পারি। সেই মত অনুশীলনও করেছি। সামনে ফাঁকা দেখতে পেয়ে শট রেখে দিয়েছিলাম। গোল হয়ে যাবে ভাবতে পারিনি।' কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে ১৫ টা ম্যাচ খেলতে হবে ইউকেএসসিকে। শুরুটা ভাল না হলেও দলকে উজ্জীবিত রেখেছেন কোচ দীপক মণ্ডল। তিনি জানান, প্রথম ম্যাচ বলে হয়তো একটু নার্ভাস ছিল দল। তবে ফুটবলারদের ওপর আমরা ভরসা আছে। এখনও তো বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে।' এদিন মাঠে খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন টেকনো ইন্ডিয়ার বহু প্রতিনিধিরাই। আগামী দিনে সিএফএলে যে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব বড় ছাপ রেখে যাবে তা বলাই বাহুল্য।
ছবি: পার্থ রাহা
