নিজস্ব সংবাদদাতা : হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নীলাঞ্জনা সেনগুপ্ত। রবিবার নিজের অসুস্থতার খবর সমাজমাধ্যমে নিজেই জানান নীলাঞ্জনা। তাঁর সোশ্যাল মিডিয়া স্টোরিতে দেখা যায় হাতে সেলাইন দেওয়া রয়েছে প্রযোজক অভিনেত্রীর। সূত্রের খবর, শরীরে জলশূন্যতা দেখা গিয়েছে তাঁর। তাই হঠাৎ অসুস্থ বোধ করতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। 

শহরের বেসরকারি এক হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতালের বেডে শুয়েই নিজের অসুস্থতার খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নীলাঞ্জনা। 

এই মুহূর্তে যিশু-নীলাঞ্জনা প্রযোজিত ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ চলছে। সেখানে এসেছে নতুন মোড়। নতুন রূপে দেখা যাচ্ছে কাহিনির চরিত্রদের। ফলে ব্যস্ততা খানিকটা রয়েছেই। তারই মধ্যে নীলাঞ্জনার অসুস্থতা চিন্তায় রেখেছে প্রযোজনা সংস্থার সদস্যদের। এই বিষয়ে পর্দার 'রুদ্র'-'গৌরী' অর্থাৎ অর্ণব বন্দ্যোপাধ্যায় ও শুভস্মিতা মুখোপাধ্যায় কী বললেন? আজকাল ডট ইন-কে অর্ণব বলেন, "প্রথমে খবরটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পাই, তাই একটু চিন্তিত হয়ে পড়ি। এখন একটু সুস্থ আছেন নীলাঞ্জনাদি তাই চিন্তাটা একটু কমেছে। আমি খুবই অল্পদিন হয় কাজ করছি এই ধারাবাহিকে। কিন্তু এর মধ্যেই আমায় অনেক আপন করে নিয়েছেন।"

অন্যদিকে,শুভস্মিতার কথায়," শুটিং সেটে সবসময় আমাদের সহযোগিতা করেন। আমাদের ধারাবাহিকের স্তম্ভ নীলাঞ্জনাদি। তাই হঠাৎ ওঁর অসুস্থতার খবরে চিন্তায় পড়েছিলাম। খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে আবার ফ্লোরে ফেরেন সেটাই চাই।"