আজকাল ওয়েবডেস্ক: ইমরান খান, পাকিস্তানের রাজনীতিতে তাঁকে নিয়ে চর্চা বরাবর। চর্চা তাঁর দলকে নিয়েও। এবার পাকিস্তান সরকার জানিয়ে দিল, ইমরানের দল পিটিআই অর্থাৎ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-কে নিষিদ্ধ করতে চলেছে সে দেশের সরকার। ইতিমধ্যে শাহবাজ সরকারের পক্ষ থেকে সেকথা জানানো হয়েছে। শাহবাজ শরিফ সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার সোমবার একথা ঘোষণা করেছেন।

কিন্তু একটি দলকে দেশ থেকে নিষিদ্ধ করার পিছনে কী কারণ দেখানো হচ্ছে? সরকারের মতে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ একগুচ্ছ অভিযোগ রয়েছে ইমরানের দলের বিরুদ্ধে। সরকার জানাচ্ছে, বেআইনি ভাবে বিদেশি অনুদান পাওয়া, রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস মামলা সহ একাধিক ক্ষেত্রে পিটিআই-এর বিরুদ্ধে যা অভিযোগ পাওয়া গিয়েছে, একটি দলকে দেশ থেকে নিষিদ্ধ করার পক্ষে সেগুলি যথেষ্ট। 

উল্লেখ্য, এর আগেই পাকিস্তান নির্বাচন কমিশন ইমরান খানের দলের স্বীকৃতি বাতিল করে দিয়েছল। যদিও তারপরেও ইমরান খানের অনুগামীরা নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ান এবং ৮৪ আসনে জয় ছিনিয়ে আনেন। লের স্বীকৃতি নিয়ে এই মুহূর্তে সে দেশের শীর্ষ আদালতে মামলা চলছে। পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির ২৩টি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য পিটিআই সেকতাহ জানিয়েছিল শীড়্রষ আদালত। তার মাঝেই এই সিদ্ধান্ত জানাল পাকিস্তান সরকার। 

উল্লেখ্য, ১৯৯৬ সালে ইমরান খান পিটিআই দল তৈরি করেন। ২০১৮ সালে সে দেশের ক্ষমতায় আসে ইমরানের দল। ২০২২ পর্যন্ত সে দেশের প্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি।