আজকাল ওয়েবডেস্ক: গুলি করে হত্যার চেষ্টার ২৪ ঘণ্টা পার। ডান কান ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ায়, রক্তাক্ত হয়েছেন তিনি। তবুও ডান হাতের মুঠি শক্ত করে মঞ্চে দাঁড়িয়েই সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, 'ফাইট, ফাইট'। ৭৮ বছর বয়সি বর্ষীয়ান রাজনীতিক পর্যাপ্ত বিশ্রামটুকুও নিলেন না। ২৪ ঘণ্টা পেরোতেই দলীয় সম্মেলনে যোগ দিতে উইসকনসিনে পৌঁছেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবারেই উইসকনসিনে পৌঁছেছেন ট্রাম্প। সোমবার থেকে উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান সম্মেলন অনুষ্ঠিত হবে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এই সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবার এই সম্মেলনে ভাষণ দেবেন ট্রাম্প।
প্রেসিডেন্ট নির্বাচনের চার মাস আগেই রাজনীতি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি আমেরিকায়। নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে শান্ত থাকার বার্তা দিয়েছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উপর ভয়াবহ হামলার তদন্ত চালাচ্ছে এফবিআই। হামলার নেপথ্যের কারণ ঘিরে এখনও ধোঁয়াশা রয়েইছে। জানা গিয়েছে, অভিযুক্ত থমাস ম্যাথিউ আদতে ট্রাম্পের দল অর্থাৎ রিপাবলিকানের নথিভুক্ত সদস্য। এই বছরেই প্রথমবার ভোট দিত। হামলার সময়ে সে একাই ছিল। আততায়ীর ব্যক্তিগত রোষ ছিল নাকি সে মানসিকভাবে অসুস্থ ছিল, তা ঘিরেও তদন্ত চলছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবারেই উইসকনসিনে পৌঁছেছেন ট্রাম্প। সোমবার থেকে উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান সম্মেলন অনুষ্ঠিত হবে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এই সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবার এই সম্মেলনে ভাষণ দেবেন ট্রাম্প।
প্রেসিডেন্ট নির্বাচনের চার মাস আগেই রাজনীতি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি আমেরিকায়। নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে শান্ত থাকার বার্তা দিয়েছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উপর ভয়াবহ হামলার তদন্ত চালাচ্ছে এফবিআই। হামলার নেপথ্যের কারণ ঘিরে এখনও ধোঁয়াশা রয়েইছে। জানা গিয়েছে, অভিযুক্ত থমাস ম্যাথিউ আদতে ট্রাম্পের দল অর্থাৎ রিপাবলিকানের নথিভুক্ত সদস্য। এই বছরেই প্রথমবার ভোট দিত। হামলার সময়ে সে একাই ছিল। আততায়ীর ব্যক্তিগত রোষ ছিল নাকি সে মানসিকভাবে অসুস্থ ছিল, তা ঘিরেও তদন্ত চলছে।
