আজকাল ওয়েবডেস্ক : লোকসভা ভোটের সময় থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। ইস্যু ছিল একটাই।
গোটা দেশে বেকারত্ব নিয়ে বারে বারে মোদিকে বিঁধেছেন রাহুল গান্ধী। তবে এবার পাল্টা জবাব দেওয়ার পালা। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে দেশে ৮ কোটি নতুন চাকরি হবে। তখন বিরোধিরা আর কিছুই বলতে পারবে না। সমস্ত নেতিবাচক রাজনীতির অবসান হবে।
আরবিআই - এর একটি অনুষ্ঠানে মোদি বলেন, যেভাবে বিগত ১০ বছর ধরে দেশের উন্নতি করছে বিজেপি। আগামী ৫ বছর এনডিএ সরকার এই উন্নতিকে এগিয়ে নিয়ে যাবে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে উৎসাহ দেওয়া হবে। রেল, রাস্তা এবং বন্দরের জন্য ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিরোধী শিবিরের মিথ্যা অভিযোগ মানুষ খুব সহজেই বুঝতে পারবে বলে জানিয়ে দেন প্রধানমন্ত্রী।
এদিন তিনি বলেন, দেশে বেকারত্ব নিয়ে বিরোধীরা যা বলছে তা ঠিক। কিন্তু সরকার কিছুই করছে না এটা ভুল। যে নেতিবাচক রাজনীতি করা হচ্ছে তা দেশকে পিছনে ফেলে দেবে। দেশের উন্নতির সঙ্গে বেকারদের চাকরি জুড়ে আছে। সরকার এই বিষয়ে কাজ করছে।
গোটা দেশে বেকারত্ব নিয়ে বারে বারে মোদিকে বিঁধেছেন রাহুল গান্ধী। তবে এবার পাল্টা জবাব দেওয়ার পালা। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে দেশে ৮ কোটি নতুন চাকরি হবে। তখন বিরোধিরা আর কিছুই বলতে পারবে না। সমস্ত নেতিবাচক রাজনীতির অবসান হবে।
আরবিআই - এর একটি অনুষ্ঠানে মোদি বলেন, যেভাবে বিগত ১০ বছর ধরে দেশের উন্নতি করছে বিজেপি। আগামী ৫ বছর এনডিএ সরকার এই উন্নতিকে এগিয়ে নিয়ে যাবে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে উৎসাহ দেওয়া হবে। রেল, রাস্তা এবং বন্দরের জন্য ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিরোধী শিবিরের মিথ্যা অভিযোগ মানুষ খুব সহজেই বুঝতে পারবে বলে জানিয়ে দেন প্রধানমন্ত্রী।
এদিন তিনি বলেন, দেশে বেকারত্ব নিয়ে বিরোধীরা যা বলছে তা ঠিক। কিন্তু সরকার কিছুই করছে না এটা ভুল। যে নেতিবাচক রাজনীতি করা হচ্ছে তা দেশকে পিছনে ফেলে দেবে। দেশের উন্নতির সঙ্গে বেকারদের চাকরি জুড়ে আছে। সরকার এই বিষয়ে কাজ করছে।
