আজকাল ওয়েবডেস্ক: তিহার জেলে সঠিকভাবে খেয়াল রাখা হচ্ছে না অরবিন্দ কেজরিওয়ালের। এমনই অভিযোগ করলেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। তাঁর অভিযোগ, সাড়ে আট কেজি ওজন কমেছে কেজরিওয়ালের। এছাড়া বারে বারে কেজরিওয়ালের রক্তে সুগারের মাপও কমছে।

সাংবাদিক বৈঠকে সঞ্জয় সিং বলেন, কেজরিওয়ালকে জেলে সমস্যায় ফেলাই বিজেপি সরকারের প্রধান কাজ। কেজরিওয়াল যে শারীরিকভাবে কতটা অসুস্থ তা আগামীদিনে সকলেই বুঝতে পারবে। তিহার জেলে ১ এপ্রিল থেকে রয়েছেন কেজরিওয়াল। দিল্লি আবগারি মামলায় প্রথমে ইডি এবং পরে সিবিআই গ্রেপ্তার করে কেজরিওয়ালকে।

এদিন সঞ্জয় সিং আরও বলেন, যখন কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছিল তখন তাঁর ওজন ছিল ৭০ কেজি। বর্তমানে তা ৬১ কেজিতে নেমে এসেছে। মোদি সরকার কেজরিওয়ালের জীবন নিয়ে খেলা করছে। কী কারণে এই ওজন কমছে তা কেউ জানতে পারছে না। এর পাশাপাশি কেজরিওয়াল একজন সুগারের রোগী। বার বার তাঁর সুগারের মাত্রাও কমছে। এমন হতে হতে তিনি কোমাতেও চলে যেতে পারেন। প্রশ্ন হল কেন কেজরিওয়ালের সঙ্গে এমনটা করা হচ্ছে ?

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট শুক্রবারই কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। ইডির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী জামিন পেলেও তিনি এখনও জেলে রয়েছেন কারণ সিবিআইয়ের হাতেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। সঞ্জয় সিং আরও বলেন, যখন সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা আশার আলো জেগে উঠেছিল, ঠিক তখনই সিবিআই কেজরিওয়ালকে নিজেদের জালে নিয়েছে। এইসবই করা হয়েছে তাঁর জীবন নিয়ে খেলার জন্য।