আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত। উত্তর প্রদেশের হাথরাসের পদপিষ্টর ঘটনা এখনও টাটকা সকলের মনে। নারায়ণ সকার হরি ওরফে ভোলে বাবার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন ১২১ জন মানুষ।

যাদের বাড়ির পরিজনরা মারা গিয়েছেন সেখানে এখনও রয়েছে শোকের ছায়া। যে ভোলে বাবার অনুষ্ঠানে তাঁরা গিয়েছিলেন সেই ভোলে বাবার পক্ষ থেকে এখনও মেলেনি কোনও আশ্বাস। তাঁর সংস্থার পক্ষ থেকেও কেউ যোগাযোগ করেনি। প্রবল ক্ষোভে ফুঁসছে মৃতের পরিবারগুলি। তাঁরা জানিয়েছে, মানবিকতার মৃত্যু হয়েছে। ভোলে বাবা ভুলে গিয়েছেন তাঁর অনুষ্ঠানেই এই ঘটনা ঘটেছিল। তিনি একজন ভণ্ড বাবা। এমন একটি ঘটনার পরও যিনি নিজের চোখ বন্ধ করে রেখেছেন।

এমন বহু পরিবার রয়েছে যেখানে দুজন ব্যক্তি সেদিন প্রাণ হারিয়েছেন। তবে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ছাড়া আর কিছুই মেলেনি বলেই অভিযোগ জানিয়েছে পরিবারগুলি। ভোলে বাবার আইনজীবী জানিয়েছেন মূল অভিযুক্তের যাবজ্জীবন সাজা হওয়া উচিত। এই ঘটনার আরও তদন্ত হওয়া উচিত বলে দাবি করেছে মৃতের পরিবারগুলি।

প্রসঙ্গত, ২ জুলাই উত্তর প্রদেশের হাথরাথে পদপিষ্ট হওয়ার এই ঘটনাটি ঘটে। যেখানে ৮০ হাজার মানুষের জায়গা ছিল সেখানে আড়াই লক্ষ মানুষের সমাগমের ফলেই এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকেই বেপাত্তা হয়ে যান স্বঘোষিত ভোলে বাবা। পরে তিনি ভিডিও বার্তায় নিজের শোকপ্রকাশ করেন। নিজের দোষের পরিবর্তে তিনি অন্যের ঘাড়ে দোষ চাপিয়েই ক্ষান্ত থাকেন।