আজকাল ওয়েবডেস্ক:‌ দল নির্বাচনে পারফরম্যান্সই শেষ কথা। দায়িত্ব নিয়েই স্পষ্ট করে দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। আর যে পারফর্ম করবে, সে তিন ফর্মাটেই খেলবে। জানিয়ে দিয়েছেন তিনি। গম্ভীরের স্পষ্ট কথা, ‘‌একটা কথা স্পষ্ট করতে চাই। তুমি ভাল খেললে সব ফর্মাটেই সুযোগ পাবে। চোট পেলে সুস্থ হতে হবে। যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছ, আর পারফর্ম করছো, তখন তুমিই ঠিক করবে তিন ফর্মাটে খেলবে কিনা।’‌


এরপরই গম্ভীরের সংযোজন, ‘‌তিন ফর্মাটে একসঙ্গে খেললে চোট লাগার সম্ভাবনাও বাড়ে। চোট ক্রীড়াবিদদের জীবনের অঙ্গ। চোট সারিয়ে উঠতে হবে। আবার তিন ঘরানাতেই খেলতে হবে। পেশাদার ক্রিকেটারদের হাতে সময়টা বড্ড কম। পারফর্ম না করলে বসে যেতে হবে। তাই যেটুকু খেলতে হবে, পারফর্ম করতে হবে। আর সেরা ছন্দে থাকলে তিন ফর্মাটে না খেলার তো কোনও কারণ নেই।’‌ সততার সঙ্গে খেলাটাও জরুরি বলে মনে করেন গম্ভীর। তাঁর কথায়, ‘‌পেশাদারদের সততার সঙ্গে খেলা উচিত। মাঠে নামলে খেলা উপভোগ করো। ফল নিয়ে ভেব না। রেজাল্ট এমনিই আসবে। সঙ্গে আগ্রাসনটা জরুরি। আমিও যখন খেলতাম, আগ্রাসনটা ছিল। আর টিম গেম চাই। এটা কোনও ব্যক্তিগত ইভেন্ট নয়।’‌