আজকাল ওয়েবডেস্ক: ২৮ বছরের যুবক, জিমের মালিক। নাম সুমিত চৌধরী। শুধু জিমের মালিক নয়, পর্যটনের ব্যবসাও ছিল তাঁর। বুধবার রাতে কুপিয়ে খুন করা হয়েছে তাঁকে। এই নৃশংস হত্যার কারণ জানা যায়নি এখনও।
ঘটনাস্থল উত্তর পূর্ব দিল্লির ভজনপুরা। জানা গিয়েছে, বুধবার রাতে সুমিত বাড়ির বাইরে বসে ছিলেন। আচমকা তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতিরা। একনাগাড়ে কোপানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানানো হয়েছে, শুধু সুমিতের মুখেই ২১ বারের বেশি আঘাত করা হয়েছে। মুখ, গলায় ও বুকে ছুরির আঘাতের দাগ স্পষ্ট। উদ্ধার করে চৌধরীকে জেপিসি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে সুমিত নিজেই খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত, জামিনে ছাড়া পেয়ে বাইরে ছিলেন।