আজকাল ওয়েবডেস্ক : দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডির চার্জশিট এবার সবার সামনে। গোয়া বিধানসভা নির্বাচনে আপ মোটা টাকা খরচ করেছিল। হাওয়ালার মাধ্যমে এই টাকার লেনদেন করা হয়েছিল বলে দাবি ইডির।


দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল কিংপিন। তাঁর দল আপ এর সঙ্গে জড়িয়ে আছে। ১২ জুলাই ফের কেজরিওয়ালকে আদালতে পেশ করা হবে। 


এই প্রথম কোনও রাজনৈতিক দলের নাম এই মামলার সঙ্গে জুড়ে গেল। চানপ্রীত সিং নামে একজন গোয়া বিধানসভা ভোটের আগে আপে যোগদান করেছিল। সে গোটা বিষয়টি দেখভাল করেছে বলে দাবি ইডির।


ইডি আরও দাবি করেছে এই মামলার তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছে কেজরিওয়াল। প্রচুর প্রমাণ নষ্ট করা হয়েছে। 


ইডি মনে করে হাওয়ালার মধ্যে দিয়ে প্রচুর অর্থ লেনদেন করা হয়েছে। এই সবই জানতেন কেজরিওয়াল। যদিও ইডির আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।