আজকাল ওয়েবডেস্ক: জওহরলাল নেহেরুর জন্মবার্ষিকী। স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রীর জন্মদিনে শান্তিবনে মঙ্গলবার সকালে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ কংগ্রেসের প্রথম সারির নেতৃবৃন্দ। তাঁর জন্মদিনে নিজেদের সমাজ মাধ্যমে বার্তা দিয়েছেন রাহুল-খাড়গে। সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়ে মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, "পন্ডিত জওহরলাল নেহেরু জিকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। যিনি ভারতকে শূন্য থেকে শিখরে নিয়ে গিয়েছিলেন। আধুনিক ভারতের স্রষ্টা, গণতন্ত্রের নির্ভীক অভিভাবক, এবং আমাদের অনুপ্রেরণার উৎস। " খাড়গে আরও লিখেছেন, তাঁর প্রগতিশীল ভাবনা, সমস্ত চ্যালেঞ্জের উর্দ্ধে গিয়ে ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক সামাজিক উন্নয়নকে এগিয়ে নিয়ে গিয়েছিল এবং দেশের প্রতিটি মানুষকে বৈষম্য, বিভেদ ভুলে প্রতি মুহূর্তে একত্রে বসবাসের জন্য উৎসাহিত করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে জওহরলাল নেহেরুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন কংগ্রেস নেতা, সাংসদ রাহুল গান্ধী। ১৮৮৯ সালের ১৪ নভেম্বর প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন নেহেরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর তাঁর জন্মদিন, ১৪ নভেম্বর শিশু দিবস হিসেবে পালিত হয়।
