সংবাদসংস্থা মুম্বই : 'মির্জাপুর'-এর তৃতীয় সিজন আসার পরেই সিরিজ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। এর মাঝেই চতুর্থ সিজন নিয়ে জল্পনা শুরু। এবার এই জল্পনায় সিলমোহর দিলেন অভিনেত্রী শেরনওয়াজ জিজিনা। 'মির্জাপুর ৩'-এ তাঁকে 'শবনম'-এর চরিত্রে দেখা গিয়েছে।

সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "সিজন ৩ চলাকালীনই চতুর্থ সিজনের পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। বর্তমানে চিত্রনাট্য তৈরির কাজ চলছে। খুবই প্রথম পর্যায়ে রয়েছে নতুন সিজনের কাজ। তবে চতুর্থ সিজনে দর্শকের জন্য আরও বড় চমক অপেক্ষা করছে। "

প্রসঙ্গত, দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে 'মির্জাপুর ৩'-এও কালিন ভাইয়া ও গুড্ডু ভাইয়ার ক্ষমতা দখলের লড়াই দেখলো দর্শক। তবে এবার আরও জোরালো ভাবে। উঠে এলো নারী ক্ষমতায়নও। নতুন সিজন ঘিরে দর্শকের প্রত্যাশা না মেটায় কি তড়িঘড়ি নতুন সিজনের পরিকল্পনা? কী চমক অপেক্ষা করছে 'মির্জাপুর ৪'-এ ? তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।