আজকাল ওয়েবডেস্ক: রথ যাত্রা এবং পুরী, দুই সমর্থক। বহু দিনের আয়োজন এবং তারই উদযাপন। তবে সূত্রের খবর, প্রবল ভিড়ের মাঝেই মৃত্যু হয়েছে একজনের। ঘন্টাখানেক আগেই জানা গিয়েছিল, উপস্থিত ভক্ত, জনসমাগমের ভিড়ে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরেই জানা যায়, একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। রথযাত্রায় তালধ্বজা রথ টানার সময় বালঙ্গির বাসিন্দা, ওই ভক্তের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। মৃতের পরিবারকে ৪ লক্ষ ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। ভিড়ে আহতদের পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আহতদের সঙ্গে দেখা করতে গিয়েছেন হাসপাতালে।