আজকাল ওয়েবডেস্ক: পরপর সেতু বিপর্যয় বিহারে। গত ১৫ দিনে সে রাজ্যে ১০টি সেতু ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছিল শুক্রবার। জানা গিয়েছিল, পরপর সেতু বিপর্যয়ের ঘটনায় জল সম্পদ দপ্তরের ১৬জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। রবিবার ফের একটি সেতু ভেঙে পড়ার খবর প্রকাশ্যে আসে। আরজেডি নেতা তেজস্বী যাদব রবিবার দাবি করেছেন আরও এক সেতু বিপর্যয়ের। এক্স হ্যান্ডেলে পূর্ব চম্পরণ জেলার একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ওই ভিডিওতে শোনা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা নকল সামগ্রী দিয়ে সেতু তৈরির অভিযোগ করছিলেন। তেজস্বী যাদব তাঁর পোস্টে লিখেছেন, গত ১৯ দিনে বিহারে ১৩টি ব্রিজ ভেঙে পড়েছে। যদিও ব্রিজ ভেঙে পড়ার সাম্প্রতিকতম ঘটনার কথা অস্বীকার করেছেন কর্মকর্তারা। তাঁদের মতে এটি কোনও রকমের সেতু ছিলই না।
