আজকাল ওয়েবডেস্ক : গুয়াহাটিতে মর্মান্তিক ঘটনা। ড্রেনের জলে ভেসে গিয়ে মৃত্যু হল ৮ বছরের এক বালকের। বন্যার জলে সে ভেসে যায় ৪ কিলোমিটার। বিপর্যয় মোকাবিলা বাহিনী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার গুরুত্ব বুঝে আসেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বৃষ্টির মধ্যে বাবার সঙ্গে বাড়িতে ফিরছিলেন ওই বালক। তবে বাবার স্কুটির থেকে পড়ে যায় সে। এরপর জলের তোড়ে তাঁকে টেনে নিয়ে যায়। এভাবে তাঁর মৃত্যু হওয়াতে গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।