আজকাল ওয়েবডেস্ক: পুকুরে নেমেছিল ৯জন। বিপত্তি সেখানেই। ৪ জনের প্রাণ গেল, হাসপাতালে ৫ জন। রবিবার আগ্রায় জলে ডুবে গেল ৪ শিশু। তাদের বাঁচাতে ৫ জন নেমেছিল জলে, এই মুহূর্তে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তারাও। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। ঘটনাস্থল আগ্রার যমুনা এক্সপ্রেসওয়ের অদূরে। সবাই স্নান করার জন্য পুকুরে নেমেছিল। মৃত ৪জনের বয়স ১০ থেকে ১২ এর মধ্যে। জানা গিয়েছে, তাদের নাম হিনা, খুশি, চাঁদনি এবং রিয়া। পুলিশ জানিয়েছে, আরও ৫ জন ওই ৪ শিশুকে উদ্ধারের জন্য জলে নেমেছিল। তবে তারাও ডুবে যাচ্ছিল। পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার করেছে ওই ৫ জনকে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ তাদের কাছে এই ঘটনার খবর পৌঁছয়। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।