আজকাল ওয়েবডেস্ক: জেএমএম প্রধান হেমন্ত সোরেনকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানালেন ঝাড়খণ্ডের রাজ্যপাল। শপথগ্রহণ হতে পারে ৭ জুলাই। হেমন্ত সোরেন কয়েকদিন আগেই জামিন পেয়েছেন। জমি দুর্নীতি মামলায় ৫ মাস ধরে তিনি জেলে ছিলেন। বুধবারই চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। তিনি ছিলেন ঝাড়খণ্ডের ১২ তম প্রধানমন্ত্রী। ২৮ জুন ঝাড়খণ্ড হাই কোর্ট জামিন দেয় হেমন্ত সোরেনকে। ৩১ জানুয়ারি ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন হেমন্ত সোরেন। অন্যদিকে জানা গিয়েছে, হেমন্ত সোরেনের জামিন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ইডি। সোরেনের জামিন নিয়ে বিজেপি ইতিমধ্যেই তোপ দেগেছে। তবে সেসবকে পাত্তা দিতে নারাজ হেমন্ত সোরেন। তিনি ফের একবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে তৈরি।