আজকাল ওয়েবডেস্ক: আবার লাল হলুদে দেবজিৎ মজুমদার। দু'বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন প্রাক্তন মোহনবাগান গোলকিপার। ২০২৬ ফুটবল মরশুম পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি। লাল হলুদে এটা দেবজিতের তৃতীয় ইনিংস। এর আগে ২০১১-১২ মরশুমে প্রথমবার ইস্টবেঙ্গলে খেলেন। তারপর ২০২০-২১ মরশুমেও লাল হলুদ জার্সিতে দেখা যায় তাঁকে। তবে দেবজিৎ সেরা সময় কাটিয়েছে মোহনবাগানে। সবুজ মেরুনের আই লিগ জয়ী দলের সদস্য তিনি। তবে আবার তৃতীয়বারের জন্য নিজের পুরোনো ক্লাবে ফিরতে পেরে খুশি উত্তরপাড়ার গোলকিপার। দেবজিৎ বলেন, 'আমার কাছে অনেকটা বাড়ি ফেরার মতো। কারণ আমার কেরিয়ারে প্রথম বড় ক্লাব ইস্টবেঙ্গল। আমার ওপর আস্থা রাখার জন্য কোচ কুয়াদ্রাত এবং ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টেকে ধন্যবাদ জানাতে চাই। আমি এই ক্লাবের সঙ্গে জড়িত আবেগের কথা জানি এবং নিজে দেখেছি। ক্লাবকে আরও উচ্চতায় পৌঁছে দিতে নিজের সেরাটা দেব। আমাদের ফ্যানরাই আমাদের উৎসাহ।' তাঁর সই নিয়ে কার্লেস কুয়াদ্রাত বলেন, 'আইএসএল এবং আই লিগে দেবজিৎ খুবই অভিজ্ঞ গোলকিপার। ২০১৬ থেকে আমি ওকে চিনি। যখন আমি প্রথম ভারতে এসেছিলাম। সেই থেকেই ও ধারাবাহিক। ওর অন্তর্ভুক্তি গোলকিপিং বিভাগকে আরও শক্তিশালী করবে। রক্ষণকেও সাহায্য করবে।' আগের মরশুমে পাঁচটি ক্লিনশিট রাখেন দেবজিৎ। চেন্নাইকে প্লে অফে উঠতে সাহায্য করেন। সেই থেকেই ইস্টবেঙ্গল কোচের নজরে পড়ে যান।