আজকাল ওয়েবডেস্ক : বিহারে ভারী বৃষ্টি। ফের ভেঙে পড়ল দুটি সেতু। এই নিয়ে ১৫ দিনে ৭ টি সেতু ভাঙল বিহারে। যদিও এই ঘটনার জেরে কোনও জীবনহানি হয়নি। ৩৫ বছরের এই সেতুদুটি দেওরিয়া এবং মহারাজগঞ্জ এই এলাকা জুড়ে রেখেছিল। এর ফলে এই এলাকার মানুষের প্রবল সমস্যা তৈরী হয়েছে। জানা গিয়েছে এই সেতু দুটি চালু হওয়ার পর থেকে এর কোনও যত্ন নেওয়া হয়নি। তার ওপর গন্ডকী নদী এর ভিত অনেকটাই কমজোরি করে দিয়েছিল। গ্রামবাসীদের মধ্যে এর ফলে প্রবল বিক্ষোভ দানা বেঁধেছে। তারা অবিলম্বে এই সেতু মেরামত করার দাবি জানিয়েছেন। দ্রুত কাজ করার চেষ্টা হলেও প্রবল বৃষ্টির জেরে কাজ করা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রশাসনের কর্তারা।