আজকাল ওয়েবডেস্ক : হাথরাসের ঘটনার জেরে ইতিমধ্যে প্রাণ গিয়েছে ১২১ জনের। এবার কড়া পদক্ষেপ নিল যোগী সরকার। বুধবার তিনি দেখা করেন আহতদের সঙ্গে। যেখানে ৮০ হাজার মানুষ থাকার কথা সেখানে কীভাবে ২ লক্ষ ৫০ হাজার মানুষ প্রবেশ করল তা জানতে সিট গঠন করা হয়েছে। এই ঘটনার জেরে আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এদিন সাংবাদিক সম্মেলন করে যোগী বলেন, যে টিম এই গোটা ঘটনার তদন্ত করবে তার নেতৃত্বে দেবেন এডিজি আগ্রা। তিনি গোটা ঘটনার রিপোর্ট জমা দেবেন। বিভিন্ন দিক থেকে এই ঘটনার তদন্ত হওয়া দরকার। অবসরপ্রাপ্ত হাই কোর্টের বিচারপতিকে দিয়ে আরও একটি তদন্ত করা হবে। তার সঙ্গে থাকবেন প্রশাসনের কয়েকজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার।