আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতের প্রথম সৌর অভিযান আদিত্য–এল১ মহাকাশযান সূর্য ও পৃথিবীর ‌এল১ পয়েন্টের চতুর্দিকে প্রথম হ্যালো কক্ষপথ পরিক্রমণ সম্পন্ন করেছে বলে ইসরো জানিয়েছে। মঙ্গলবার আদিত্য প্রথম কক্ষপথ ভ্রমণ সম্পন্ন করে মসৃণভাবে দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করে। গত বছরের ২ সেপ্টেম্বর এটিকেল্যাগারেঞ্জিয়ান পয়েন্টে এল–১ স্থাপনের উদ্দেশে আদিত্য–এল১ উৎক্ষেপণ করা হয়। প্রথম কক্ষপথ পরিক্রমা করতে আদিত্য এল ওয়ান ১৭৮ দিন সময় নিয়েছে।