আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের হাথরাসে সৎসঙ্গে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা আরও বাড়ল। মঙ্গলবার রাত পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী, এই ঘটনায় মৃত্যু হয়েছে ১১৬ জনের। আহত আরও ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদের মধ্যে শিশু ও মহিলার সংখ্যাই বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংসদে ভাষণ থামিয়ে হাথরাসে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আগামিকাল ঘটনাস্থল পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে আহতদের সঙ্গে এবং মৃতদের পরিবারের সঙ্গেও দেখা করবেন।
প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার হাথরাসের রতিভানপুরে সৎসঙ্গে জড়ো হয়েছিলেন বহু পুণ্যার্থী। এটাহ ও হাথরস জেলার সীমান্তে ওই জায়গায় জমায়েতের জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু অত্যাধিক লোকজনের ভিড় সামাল দেওয়ার মতো পরিকাঠামো ছিল না সেখানে। সংকীর্ণ এলাকায় ভিড় নিয়ন্ত্রণে আগাম কোনও পদক্ষেপ করেননি আয়োজকরা। গরমে হাঁসফাঁস দশার মধ্যে হুড়োহুড়িতেই পদপিষ্টের ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। সৎসঙ্গের আয়োজকদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে প্রশাসন। উচ্চ পর্যায়ের তদন্ত জারি রয়েছে।