শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | Narendra Modi: ২০১৪-র আগে ছিল দুর্নীতি আর ঘুষের সরকার, সংসদে জবাবি ভাষণে আক্রমণাত্মক মোদি

Riya Patra | ০২ জুলাই ২০২৪ ১৮ : ২৮Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার লোকসভার চলতি অধিবেশনে প্রথমবার জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেল ৪টা ১৫ নাগাদ প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হতেই বিরোধীরা সুর চড়ায়। মোদির বক্তব্যে বারবার বাধা আসায় সতর্ক করেন অধ্যক্ষ ওম বিড়লা। যদিও তাতে কোনও পার্থক্য ঘটেনি। প্রায় একঘন্টার মোদি-বক্তব্যে শুরু থেকে শেষ পর্যন্ত বিরোধী জোট থেকে উঠল স্লোগান, 'গুণ্ডারাজ চলবে না', 'আমরা ন্যায় চাই'। যদিও লাগাতার স্লোগানের মাঝে সাময়িক ভাবে তাঁকে বক্তব্য থামিয়ে দিতে হলেও, একের পর এক বিষয় তুলে ধরে জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। হট্টগোলের মাঝেই মোদি বলতে থাকেন, দেশের মানুষ গেরুয়া শিবিরের, এনডিএ জোটের নীতি-নিয়ম-নিষ্ঠার উপর ভরসা দেখিয়েছে। বলেন, 'এই নির্বাচনে বড় সংকল্প নিয়ে দেশের মানুষের কাছে গিয়েছিলাম। জনগণ দীক্ষিত ভারতের সংকল্পকে সফল করতে আমাদের পুনরায় নির্বাচিত করেছে।' দীক্ষিত ভারত নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ২০১৪ পূর্ববর্তী সময়ের কথা উঠে আসে মোদির বক্তব্যে। তার আগের জমানার সরকারকে কটাক্ষ করে বলেন, '২০১৪-র আগে শোনা যেত, এই দেশের কিছু হবে না।' হাতিয়ার করেন ২০১৪ -র আগের সময়ের দুর্নীতিকে। বলেন, 'সেইসময় প্রতিদিন সংবাদ মাধ্যমে দুর্নীতির খবর। চতুর্দিকে দুর্নীতি। নির্লজ্জের মতো সকলের সামনে তা স্বীকারও করে নেওয়া হত। এই দুর্নীতি দেশকে নিরাশার দিকে ঠেলে দিয়েছিল।' তাঁর কথায় উঠে আসে কয়লা দুর্নীতি, যে কোনও বিষয়ে সুপারিশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, 'একটা সময় ছিল, যখন রেশন থেকে গ্যাস সব বিষয়ে সাধারণ মানুষকে সুপারিশ নির্ভর হয়ে থাকতে হত। দেশের যুবকেরা আশা হারিয়ে ফেলেছিলেন। রেশন, গ্যাসের জন্য ঘুষ দিতে হত। নাগরিকেরা নিরাশ হয়ে ভাগ্যকে দোষ দিতেন।' ব্যাঙ্ক ইস্যু তুলে বলেন, ২০১৪-র আগে ব্যাঙ্ককে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করা হত। ব্যাঙ্কের সম্পত্তি লুঠ করা হয়েছিল বলে অভিযোগ তুলে নিজের জমানার সঙ্গে তুলনা টানেন, বলেন, 'কিন্তু আজ ভারতের ব্যাঙ্ক দুনিয়ার সব থেকে বড় লাভজনক ব্যাঙ্ক হয়েছে। ' গত ১০ বছরে ভারতের অর্থনীতকে ১০ থেকে ৫ নম্বরে তুলে এনেছেন দাবি করে আগামিদিনে বিশ্বের ৩ নম্বরে নিয়ে যাবেন বলে আশ্বাস দেন। 
১০ বছরে সরকারের সফলতার খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী সংসদে বোঝানোর চেষ্টা করেন, 'এই মুহূর্তে দেশ নিরাশা থেকে বেরিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে। 'কিছু হবে না' এই ভাবনার বদল ঘটে মানুষ এখন ভাবেন এই দেশে সব কিছু সম্ভব। এই বিশ্বাস তৈরির কাজ করেছি আমরা।' অষ্টাদশ লোকসভার প্রথম জবাবি ভাষণে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে মুখ খোলেন মোদি। বলেন, '৩৭০ ধারা নেই। লোকতন্ত্র মজবুত হয়েছে। পাথর ছোঁড়া হয় না।' কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, 'কংগ্রেসের ইতিহাসে এই প্রথম টানা তিন বার ১০০ পার করতে পারল না তারা। তৃতীয় বড় হার ওদের। ভাল হত, কংগ্রেস হার স্বীকার করে নিত। কংগ্রেস নেতারা যা বলছেন, তা শোলে ছবিকেও পিছনে ফেলে দিয়েছে।' 
নজর ছিল, সংসদে রাহুলের মন্তব্য নিয়ে মোদি কী বলেন তা নিয়ে। রাহুল সোমবার সংসদে বলেন, 'এই দেশ ভয়ের দেশ নয়। আমাদের পূর্বপুরুষরা অহিংসার কথা বলেছেন। ভগবান শিব তাঁর গলায় সাপ নিলেও তাঁকে দেখা যায় অভয়মুদ্রায়। যার অর্থ ভয় পেয়ো না। অন্যদিকে, যারা নিজেদের হিন্দু বলছে তারা দিনরাত শুধু হিংসা, অসত্য ও ঘৃণা ছড়িয়ে চলেছে।' মোদি বলেন, 'সোমবার সংসদে যা হয়েছে, ভাবা যায় না। হিন্দুরা সহনশীল। তাই ভারতের বিশালত্ব আজও রয়েছে। হিন্দুদের মিথ্যা অপবাদ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। ' দেশে হিন্দুদের গালি দেওয়া এখন ফ্যাশন হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।




নানান খবর

নানান খবর

'গোধরা-কাণ্ড আটকানো যেত', নয় জন পুলিশ কনস্টেবলের বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখল হাই কোর্ট

নিঃশ্বাসে ফিরে এলো জীবন: পুনেতে দুর্লভ অস্ত্রোপচারে রোগীর মুক্তি!

ওভারহেড তারে ঝুলছে মানবভ্রূণ, চাঞ্চল্য উত্তরপ্রদেশে 

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে চরণজিৎ চন্নির মন্তব্যে রাজনৈতিক বিতর্ক, বিজেপির তীব্র প্রতিক্রিয়া

যে জমিতে তাজমহল নির্মিত, সেটির মালিক শাহজাহান নন, ছিলেন অন্য কেউ, নাম জানেন কি তাঁর?

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা!‌ বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী? 

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা

সোশ্যাল মিডিয়া