আজকাল ওয়েবডেস্ক: দুই মাসে পাঁচবার সাপের কামড় খেয়েও অলৌকিক ভাবে বেঁচে গেলেন উত্তরপ্রদেশের ফতেহপুরের বাসিন্দা বিকাশ দুবে। প্রত্যেকবার কামড় খাওয়ার পর চিকিৎসা হতেই পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তিনি। এমনকি নিজের ফতেহপুরের বাড়ি থেকে অন্যত্র গিয়েও সাপের কামড় থেকে রক্ষা পাননি তিনি। জানা গিয়েছে, গত ২ জুন রাতে বিছানা থেকে ওঠার সময় প্রথমে একটি সাপে কামড় দেয়।

তাঁর পরিবার তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। সুস্থ হয়ে ফেরার পর ১০ জুন রাতে ফের সাপের কামড় খান বিকাশ। ফের হাসপাতালে ভর্তি হন তিনি। তার সাত দিন পর ১৭ জুন ফের তাঁকে সাপে কামড়ায়। চতুর্থবারেও তিনি সাপের কামড় খান। একই নার্সিংহোমে তাঁকে ভর্তি করা করা হয়। সাপের আক্রমণ থেকে বাঁচতে বিকাশ নিজের বাড়ি থেকে মাসির বাড়ি গিয়ে থাকেন। সেখানেও সাপের কামড় খান তিনি। পাঁচবার সাপের কামড় খাওয়ার পরেও বেঁচে যাওয়ার ঘটনাকে অদ্ভুত বলে অভিহিত করেছেন চিকিৎসকরা।