আজকাল ওয়েবডেস্ক:‌ গাজা থেকে ইজরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক রকেট হামলা চালালো প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। হামলার জেরে ওই সমস্ত এলাকার অনেক বাসিন্দাই পালিয়ে গেছেন। টাইমস অফ ইজরায়েল জানিয়েছে, সোমবার গাজা উপত্যকা থেকে দফায় দফায় ইজরায়েলে রকেট হামলা চালানো হয়।
ইজরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, সোমবার গাজা থেকে ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। গত সাত মাসের মধ্যে এটি গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা। তবে এতে কোনও হতাহতের খবর নেই। পাল্টা গাজায় ফের ইজরায়েল হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, সোমবার তুলকারম শহরে ইজরায়েলি বাহিনীর হামলায় এক মহিলা ও এক শিশু মারা গেছেন। একই এলাকায় একদিন আগে ইজরায়েলি হামলায় ইসলামিক জিহাদের এক সদস্য মারা যান। এদিকে রয়টার্স জানিয়েছে, গাজার কিছু এলাকা থেকে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা ইজরায়েলি বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে।