আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে আগামী দু’দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত থেকেই দিল্লি এবং সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। দিল্লিতে শুক্রবার যা বৃষ্টি হয়েছে, তা ৮৮ বছরের নজির ভেঙে দিয়েছে। অতিবৃষ্টির ফলে রাজধানীর রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। যান চলাচলও ব্যাহত হয়েছে। অতিবৃষ্টির জন্য এখনও অবধি দিল্লিতে চার শিশু সহ ছয় জন মারা গেছে। এদিকে, ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে দিল্লি পুরসভা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এদিকে, শুধু দিল্লি নয়, উত্তর ভারতের অন্যান্য রাজ্যেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গুজরাট, রাজস্থানে রবি ও সোমবার ভারী বৃষ্টি হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী চার থেকে পাঁচ দিন পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টিপাত এবং পশ্চিমে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মহারাষ্ট্রে আগামী তিন দিন বৃষ্টি চলবে। কেরল, তামিলনাড়ু, কর্নাটকেও ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশে ৩ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর–পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী ও অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।
