শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | Neet : অনলাইনে নিট পরীক্ষা চায় কেন্দ্রীয় সরকার

Sumit | ৩০ জুন ২০২৪ ১৭ : ৫২Sumit Chakraborty


বীরেন ভট্টাচার্য, দিল্লি : প্রশ্নপত্র ফাঁস এবং নানান অনিয়মের মধ্যে নিট পরীক্ষার ধাঁচে পুরোপুরি বদল আনতে চায় কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, নিট পরীক্ষায় অনিয়ম রুখতে অনলাইনে পরীক্ষার পরিকল্পনা শুরু করেছে কেন্দ্র। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই অনলাইনে নিট পরীক্ষা চালু হয়ে যাবে। বর্তমানে কাগজে কলমে এই পরীক্ষা নেওয়া হয়। এর আগেও একাধিবার অনলাইন নিট পরীক্ষা চালু করার পরিকল্পনা করা হয়েছে। যদিও তাতে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে সম্প্রতি নানান ঘটনা, সিবিআই তদন্তের পর আর কোনও ঝুঁকি নিতে রাজি নয় স্বাস্থ্য মন্ত্রক তথা ন্যাশনাল টেষ্টিং এজেন্সি বা এনটিএ।

ইঞ্জিনিয়ারিং এর ভর্তির জয়েন্ট এন্ট্রান্স মেন এবং অ্যাডভান্স পরীক্ষা গ্রহণ করা হয় অনলাইনে। সূত্রের খবর, বিগত কয়েক সপ্তাহে মোট তিনটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই অনলাইনে নিট পরীক্ষা নেওয়া নিয়ে আলোচনা হয়েছে। নিট নিয়ে তুমল বিতর্কের মধ্যেই ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার। এনটিএ এর সংস্কার এবং নানান সংস্কার নিয়ে সুপারিশ করার দায়িত্ব রয়েছে কমিটির। সেই কমিটিই গত তিনটি বৈঠকে এই বিষয়ে আলোচনা করেছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে তৎকালীন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর জানান, ২০১৯ থেকে অনলাইনে এবং বছরে দুবার করে নিট পরীক্ষা হবে। যদিও, গ্রামীণ এবং গরীব পরিবারের পরীক্ষার্থীদের সমস্যার যুক্তিতে সেই প্রস্তাব খারিজ করে দেয় স্বাস্থ্য মন্ত্রক। তবে কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের একাংশের বক্তব্য, "গ্রামীণ এলাকা বহু গরীব পরিবারের পড়ুয়া অনলাইনে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স এবং মেন পরীক্ষা দেন। তাহলে নিট পরীক্ষায় সমস্যা হওয়ার কোনও কথা নয়।" সূ্ত্রের খবর, অনলাইনে নিট পরীক্ষার পক্ষে সওয়াল করেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা এনএমসি। অনলাইনে পরীক্ষা গ্রহণই একমাত্র বিকল্প বলে সওয়াল করেছে এনএমসি। অনলাইনে পরীক্ষা প্রসঙ্গে সরকারি আধিকারিকদের বক্তব্য, এরজন্য একাধিক দিন এবং শিফট প্রয়োজন হবে।

তবে পুরোপুরি অনলাইন পরীক্ষা চালু করার বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরীক্ষার ধরণ বদলে পুরোপুরি অনলাইন ব্যবস্থা কার্যকর করার আগে সমস্ত রকম প্রস্তুতি এবং সুবিধা, অসুবিধা বিস্তারিতভাবে চর্চা করতে চায় কেন্দ্রীয় সরকার। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে আগামী বছর থেকেই যাতে এই ব্যবস্থা চালু করা যায়, সে ব্যাপারে সচেষ্ট কেন্দ্রীয় সরকার।




নানান খবর

নানান খবর

'গোধরা-কাণ্ড আটকানো যেত', নয় জন পুলিশ কনস্টেবলের বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখল হাই কোর্ট

নিঃশ্বাসে ফিরে এলো জীবন: পুনেতে দুর্লভ অস্ত্রোপচারে রোগীর মুক্তি!

ওভারহেড তারে ঝুলছে মানবভ্রূণ, চাঞ্চল্য উত্তরপ্রদেশে 

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে চরণজিৎ চন্নির মন্তব্যে রাজনৈতিক বিতর্ক, বিজেপির তীব্র প্রতিক্রিয়া

যে জমিতে তাজমহল নির্মিত, সেটির মালিক শাহজাহান নন, ছিলেন অন্য কেউ, নাম জানেন কি তাঁর?

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা!‌ বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী? 

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা

সোশ্যাল মিডিয়া